কোয়ারেন্টাইন সেন্টার তৈরিতে আপত্তি, বীরভূমে গুলি-বোমাতে মৃত্যু এক ব্যক্তির

নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ৪ এপ্রিল, করোনার জেরে দেশজুড়ে সংক্রমণের মাত্রা বেড়েই চলেছে।রাজ্যজুড়ে বেশ খানিকটা একই ছবি।রাজ্যবাসীদের জন্য তাই জেলায় জেলায় কোয়ারেন্টাইন সেন্টার তৈরির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।সেখানেই বিপদ, এরূপ সেন্টার তৈরী হওয়া মানে এলাকায় সংক্রমণের আশঙ্কা বেড়ে যাবে এমনটাই মনে করে অনেকেই এই সেন্টার তৈরী করতে দিতে নারাজ। সেই একই কারণে কোয়ারেন্টিন সেন্টার নিয়ে বীরভূমে গুলি-বোমা নিক্ষেপ, মৃত্যু হয় ১ জনের।

কোয়ারেন্টিন সেন্টার করা নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে বিবাদ থেকে চলে গুলি- বোমা নিক্ষেপ।সেই লড়াইতে প্রাণ হারায় ৪৫ বছরের শেখ শ্যামবাবু।শনিবার রাতে ঘটনাটি ঘটেছে বীরভূমের পাড়ুই থানার সিউড়ি দুই ব্লকের বনশঙ্কা গ্রাম পঞ্চায়েতের তালিবপুর গ্রামে।এদিন সন্ধ্যাবেলায় তালিবপুর গ্রামে একটি উচ্চবিদ্যালয়ের হোস্টেলে কোয়ারেন্টিন সেন্টার করা নিয়ে পুলিশ-প্রশাসনের সাথে বৈঠক হয়।সেখানে বহু গ্রামবাসী এই কাজে নারাজ ছিলেন।বৈঠক শেষে পুলিশ চলে গেলে শুরু হয় পাশাপাশি দুই গ্রামের মধ্যে বচসা।সেই বচসা বেড়ে যায়, গুলি-বোমা চলে।সেই গুলিতে মৃত্যু হয় শেখ শ্যামবাবুর।ঘটনাকে ঘিরে গোটা গ্রামে উত্তেজনার সৃষ্টি হয়।নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশবাহিনী নিয়োগ করা হয়।