অকাল বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুরে আলু ও সর্ষে চাষের ব্যাপক ক্ষতির আশংকা

ক্ষতির

অকাল বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুরে আলু ও সর্ষে চাষের ব্যাপক ক্ষতির আশংকা । অকাল বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্থ পশ্চিম মেদিনীপুর জেলার আলু ও সর্ষে চাষ। সবথেকে বেশি ক্ষতি হয়েছে আলু ও সর্ষে চাষের। চাষীদের মাথায় হাত উঠেছে।  মাঠ থেকে আমন ধান তোলার পর পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর , কেশপুর , ঘাটাল , গড়বেতা , শালবনি , চন্দ্রকোনা  ব্লকের কৃষকরা যেমন আলু চাষ করেন ,তেমনি পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর গ্রামীন , মেদিনীপুর সদর , নারায়ণগড় , দাঁতন , ডেবরা ব্লকের কৃষকরা সর্ষে চাষ করেন।

 

বুধবার থেকে শুরু হওয়া নিম্ন চাপের বৃষ্টির জেরে আলু ও সর্ষে চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। কোথাও জমিতে জল জমেছে। কোথাও গাছের সব ফুল ঝরে পড়ছে।  কৃষকরা জানান , এই বৃষ্টিতে তাঁদের চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার কৃষি দফতরের তরফে জানানো হয়েছে,  জল বেশিক্ষণ আলু চাষের জমিতে জমে থাকলে ধসা রোগ হতে পারে। তবে এটা ঠেকাতে কৃষকেরা সেই জল জমিতে যাতে না জমে সেই ব্যবস্থা গ্রহণ করলে লাভ পাবেন।  এছাড়া কৃষি বীমা আওতায় তাঁরা উপযুক্ত ক্ষতিপূরণ পাবেন।

 

আর ও পড়ুন    সেক্স টয় কিনতে গিয়ে প্রতারনার জালে অবসর প্রাপ্ত স্কুল শিক্ষক

 

উল্লেখ্য, অকাল বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুরে আলু ও সর্ষে চাষের ব্যাপক ক্ষতির আশংকা । অকাল বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্থ পশ্চিম মেদিনীপুর জেলার আলু ও সর্ষে চাষ। সবথেকে বেশি ক্ষতি হয়েছে আলু ও সর্ষে চাষের। চাষীদের মাথায় হাত উঠেছে।  মাঠ থেকে আমন ধান তোলার পর পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর , কেশপুর , ঘাটাল , গড়বেতা , শালবনি , চন্দ্রকোনা  ব্লকের কৃষকরা যেমন আলু চাষ করেন ,তেমনি পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর গ্রামীন , মেদিনীপুর সদর , নারায়ণগড় , দাঁতন , ডেবরা ব্লকের কৃষকরা সর্ষে চাষ করেন।

 

বুধবার থেকে শুরু হওয়া নিম্ন চাপের বৃষ্টির জেরে আলু ও সর্ষে চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। কোথাও জমিতে জল জমেছে। কোথাও গাছের সব ফুল ঝরে পড়ছে।  কৃষকরা জানান , এই বৃষ্টিতে তাঁদের চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার কৃষি দফতরের তরফে জানানো হয়েছে,  জল বেশিক্ষণ আলু চাষের জমিতে জমে থাকলে ধসা রোগ হতে পারে। তবে এটা ঠেকাতে কৃষকেরা সেই জল জমিতে যাতে না জমে সেই ব্যবস্থা গ্রহণ করলে লাভ পাবেন।

 

এছাড়া কৃষি বীমা আওতায় তাঁরা উপযুক্ত ক্ষতিপূরণ পাবেন।  বুধবার থেকে শুরু হওয়া নিম্ন চাপের বৃষ্টির জেরে আলু ও সর্ষে চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। কোথাও জমিতে জল জমেছে। কোথাও গাছের সব ফুল ঝরে পড়ছে।  কৃষকরা জানান , এই বৃষ্টিতে তাঁদের চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার কৃষি দফতরের তরফে জানানো হয়েছে,  জল বেশিক্ষণ আলু চাষের জমিতে জমে থাকলে ধসা রোগ হতে পারে। তবে এটা ঠেকাতে কৃষকেরা সেই জল জমিতে যাতে না জমে সেই ব্যবস্থা গ্রহণ করলে লাভ পাবেন।  এছাড়া কৃষি বীমা আওতায় তাঁরা উপযুক্ত ক্ষতিপূরণ পাবেন।