খাদ্যের আকালের মধ্যেই চলছে কালোবাজারি

নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান, ১৩ এপ্রিল, লোকডাউনের মধ‍্যে কোথাও যাতে কনোরকম খাদ‍্যসংকট তৈরি না হয় তারজন‍্য বিশেষ পদক্ষেপ গ্ৰহন করেছে রাজ‍্য সরকার। খাদ‍্যদপ্তরের তরফ থেকে রেশন মাধ‍্যমে বিনামূল‍্যে সামগ্ৰি পৌছে দেওয়া হচ্ছে গ্ৰাহকদের হাতে।তবুও মানুষজন ঠিকমত খাদ‍্য সামগ্ৰি পাচ্ছেন না এমনটা অভিযোগ রয়েছে বর্ধমানের বিভিন্ন জায়গায়, বাম যুব সংগঠন ভারতীয় গনতান্ত্রিক যুব ফেডারেশনের তরফ থেকে রেশন ডিলারদের কাছে স্বারকলিপি পেশ করা হয়।

এছারাও খাদ‍্যদপ্তরের আধিকারিকদের কাছেও স্বারকলিপি পেশ করলেন বাম যুব সংগঠন ভরতীয় যুব ফেডারেশনের প্রতিনিধিরা।প্রত‍্যেকটি মানুষের কাছে যাতে খাদ‍্যসামগ্ৰি পৌছে দেওয়া যায় রেশনে যাতে কনো কালোবাজারি না হয় এবং রেশন সামগ্ৰি যাতে সকলে ঠিকমত পান সেই দাবি তুলে ধরা হয়েছে যুব সংগঠনের তরফ থেকে।