খুব শীঘ্রই ফল ঘোষণা হতে চলেছে সিবিএসই পরীক্ষার, কীভাবে দেখবেন রেজাল্ট

নিউজ ডেস্ক , ২৬ জুলাই ২০২১: করোনা সংক্রমনের জেরে দীর্ঘ দুই বছর হতে চললো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। তার জেরে বিভিন্ন পরীক্ষাও এবার বাতিল হয়ে গিয়েছে। সম্পূর্ণটাই মূল্যায়ন এর ভিত্তিতে নম্বর দেওয়া হচ্ছে। এরমধ্যে পশ্চিমবঙ্গে উচ্চমাধ্যমিক ফলপ্রকাশকে কেন্দ্র করে রীতিমতন তান্ডব পরিস্থিতি তৈরী হয়েছে বিনা পরীক্ষায় ছাত্র- ছাত্রদের ফেল করাকে কেন্দ্র করে।

এই বছর সিবিএসই পরীক্ষাও বাতিল করা হয়েছে। সেক্ষত্রেও মূল্যায়নের উপরই ভিত্তি করে নম্বর দেওয়া হবে ছাত্র- ছাত্রীদের। এবং তার ফল খুব শিগ্রহি প্রকাশ হতে চলেছে বলে জানা গিয়েছে।

সিবিএসই ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার্থীর নাম এবং জন্ম তারিখের সম্পূর্ণ তথ্য দিলেই পরীক্ষার্থীরা জেনে নিতে পারবেন নিজেদের রেজাল্ট। যে যে ওয়েবসাইটের মাধ্যমে দেখা যাবে রেজাল্ট নাইস সেগুলি দেওয়া হল।

cbse.gov.in , cbseresults.nic.in , results.gov.in থেকে জানতে পারবেন রেজাল্ট পড়ুয়ারা।