খেলা শেষের পর এই প্রথম কলঙ্কজনক ঘটনার সাক্ষী হল গ্যালারি

১৫ জানুয়ারি, প্রতিবাদ এবার ছুঁলো খেলার গ্যালারিকেও।গ্যালারিতে জাতীয় পতাকা হাতে ছাত্র-ছাত্রীদের এনআরসি এবং সিএএ বিরোধী স্লোগান। অধিনায়ক কোহলি অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০ উইকেটে হারের নজির গড়লেন।আর তারপরই সেই গ্যালারি এক কলঙ্কজনক ঘটনার সাক্ষী থাকল।

জানা যায়, স্টেডিয়ামে প্রবেশ করার সময়ে নিরাপত্তারক্ষীদের চোখে ধুলো দিয়ে ছাত্র-ছাত্রীরা গ্যালারিতে জড়ো হয়েছিল। ম্যাচ শুরুর পর থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নামে কটূ কথা বলতেও শোনা যায় তাদের। তারপর ম্যাচ শেষ হওয়ার পর গ্যালারি থেকে তারা চিৎকার করতে থাকে, “নো এনআরসি, নো সিএএ, নো এনপিআর।” আইকনিক স্টেডিয়ামের নিরাপত্তারক্ষীরা বাধা দিলেও নিজেদের মতো করে ছাত্র-ছাত্রীরা তাদের প্রতিবাদ ব্যক্ত করতে থাকেন।