খোদ ডাক্তারের থেকে রাষ্ট্রনেত্রীর শরীরে সংক্রমণ হল করোনা ভাইরাস

২৩ মার্চ, ডাক্তারের থেকে রাষ্ট্রনেত্রীর শরীরে সংক্রমণ হল করোনা ভাইরাস।জানা যায়, শুক্রবার নিউমোকক্কাস ব্যাকটেরিয়া প্রতিরোধী টীকা নেওয়ার জন্য এক ডাক্তারের সংস্পর্শে আসেন জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল।পরে জানা যায়, সেই ডাক্তার করোনাতে আক্রান্ত।ঘটনাটি জানার পর সঙ্গে সঙ্গে কোনও ঝুঁকি না নিয়ে নিজেকে বিচ্ছিন্ন করেন অ্যাঞ্জেলা নিজেই।

যদিও এখনও জানা যায়নি ৬৫ বছরের রাষ্ট্রনেত্রী অ্যাঞ্জেলা মার্কেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কিনা, কিছুদিন পর তা জানা যাবে।আপাতত জার্মানে সমস্ত বৈঠক ও অন্যান্য কাজ বাতিল করেছেন তিনি।করোনায় সবচেয়ে বেশি বিপদে পড়া দেশগুলোর মধ্যে জার্মানির অবস্থান এখন পাঁচ নম্বরে। রোববার পর্যন্ত দেশটিতে মোট ২৪ হাজার ৭১৪ জন আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। গত ২৪ ঘণ্টায় করণের শিকার ২ হাজার ৩৫০ জন। এখন পর্যন্ত দেশটিতে মৃত্যু হয়েছে প্রায় ৯২ জনের। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৮ জন।এরূপ ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়ে জার্মান সরকার দেশবাসীকে সচেতন হতে অনুরোধ করছিল।