গুলিবিদ্ধ তিন তৃণমূল কর্মী ,ব্যাপক চাঞ্চল্য এলাকায়

নিজস্ব সংবাদদাতা ৩ নভেম্বর ২০২০ দক্ষিণ ২৪পরগণা,জীবনতলাঃসোমবার রাত্রি আটটা নাগাদ গুলি চলার ঘটনায় আতঙ্ক ছড়ায় দক্ষিন ২৪ পরগনার জীবনতলা থানার দাহারানী গ্রামে। এই ঘটনায় তিন তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।

তড়িঘড়ি তাদেরকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসেন স্থানীয় মানুষজন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর আহতদের কলকাতায় স্থানান্তরিত করেন চিকিৎসকরা। সূত্রের খবর এদিন রাত্রি আটটা নাগাদ যখন তৃণমূল কর্মী কুতুবুদ্দিন শেখ, মোসলেম আলি মোল্লা, আলমগীর গাজিরা খবর পায় যে এলাকার একটি বাড়িতে কিছু দুষ্কৃতি আশ্রয় নিয়েছে। সেই খবর পেয়ে গ্রামবাসীদেরকে সাথে নিয়ে এলাকায় যান এই তৃণমূল কর্মীরা কিন্তু সেখানে গিয়ে কাউকে পাওয়া যায়নি। স্থানীয়রা জানায় কাছের একটি মেছো ভেরির আলা ঘরে আশ্রয় নিয়েছে ওই দুষ্কৃতিরা। সকলে মিলে সেদিকে এগোতেই আচমকা তাঁদেরকে লক্ষ্য করে গুলি চালায় অভিযুক্তরা। ঘটনাস্থলে গুলিবিদ্ধ হন এই তিন তৃণমূল কর্মী। কি কারনে এই দুষ্কৃতিরা এলাকায় আস্তানা গেড়েছিল সে বিষয়ে তদন্তে নামার পাসাপাশি এদের পরিচয় জানার চেষ্টা করছে জীবনতলা থানার পুলিশ।