ঘর থেকে বেরোলেই করোনার কবল, তাই ঘরে বসে সময় কাটাতে গরিব পরিবারের হাতে তুলে দেওয়া হল ‘লুডোর বই’ ও খাদ্য সামগ্রী

নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান, ২ এপ্রিল, করোনার জেরে ২১ দিনের জন্য লকডাউন চলছে গোটা দেশে।গৃহবন্দী সকল মানুষ।কারণ করোনা থেকে বাঁচতে গৃহ একমাত্র সঠিক স্থান।পরিস্থিতির সঙ্গে মিল পাওয়া যাচ্ছে সাপ লুডো খেলার, যত তাড়াতাড়ি এগিয়ে যাবেন তত সাপের মুখে পড়ার সম্ভাবনা বেশি।তাই এগিয়ে না গিয়ে ঘরের মধ্যেই বন্দি থাকা ‘সেফ’।ঠিক এই ভাবনা মানুষের সামনে এনে দরিদ্র পরিবারের হাতে একটি করে লুডোর বই ও সাথে খাদ্য সামগ্রী তুলে দিল পূর্ব বর্ধমানের মেমারীর পাল্লারোড পল্লীমঙ্গল সমিতি।

এদিন এলাকার সকল গরিব ঘরে গিয়ে গিয়ে চাল, ডাল, আলু সাথে ঘরে যাতে মন বসে, সময় কাটে তাই একটি লুডোর বই হাতে তুলে দেওয়া হল।এরোকোল প্রতিটি এলাকায় পরিবারের হাতে এরূপ খাদ্য সামগ্রী দেওয়া হবে বলে সমিতির তরফ থেকে জানানো হয়।মেমারীর পাল্লারোড পল্লীমঙ্গল সমিতির এরূপ উদ্যোগে খুশি সাধারণ মানুষেরাও।