চরম দুর্দশায় দিন কাটাতে হচ্ছে গয়না শিল্পীরা

নিজস্ব সংবাদদাতা, নদীয়া, ৬ মে, চরম দুর্দশায় দিন কাটাতে হচ্ছে গয়না শিল্পীরা।নুন আনতে পানতা ফুরানোর মত অবস্থা তাদের, সংসারের সবাই মিলে খেটেখুটে উনুনে হাড়ি চড়াতে হিমশিম খেতে হচ্ছে। তার ওপরে গোটা বিশ্বজুড়ে করোনা থাবা বসিয়েছে। আক্রান্ত থেকে মৃত্যুর সংখ্যা দিনকে দিন লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে। মারনব্যাধিকে প্রতিহত করতে বেধে দেওয়া হল দেশজুড়ে লকডাউন।

আর এই লোক ডাউনে কার্যত কর্মহীন হয়ে পড়েছেন এবার নদিয়ার রানাঘাট এক নম্বর ব্লকের কালীনারায়নপুর পাহাড় পুর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুর চক মন্ডলপাড়ারর গয়না প্রস্তুত কারিগররা।মালিকের কাছ থেকে রুপো এনে ঘরে বসে নানান অলংকার তৈরি করে এখানকার ২৫ থেকে ৩০ টি পরিবারের কারিগররা। লকডাউনে ফলে নতুন গয়নার অর্ডার নেই। তাই কাজ পাচ্ছেনা কারিগররা।ঘরে পড়েই গয়না প্রস্তুত যন্ত্রের মরচে পড়তে শুরু করেছে। দু’মুঠো অন্য যোগাবেন কোথা থেকে এখন সেই চিন্তায় ঘুম কেড়েছে অলংকার শিল্পীদের।কি করবেন তারা ভেবে পাচ্ছেন না।