চোখ ধাঁধানো আলোর রশনায় সেজে উঠল চন্দননগর

নিজস্ব সংবাদদাতা, হুগলি, ৭ই নভেম্বর, চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের শোভাযাত্রা দেখে তিনি কলকাতার দুর্গাপুজোর ‘কার্নিভাল’ করতে উদ্বুদ্ধ হয়েছেন, এ কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগে একাধিকবার বলেছেন। আজ দশমী। বিষাদের মধ্যেও খুশির আমেজ আজ গোটা চন্দননগরে।

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় বিসর্জনের এই শোভাযাত্রার ঐতিহ্য দীর্ঘদিনের। আজ কার্নিভালে অংশগ্রহন হয়েছে মোট ৭৬টি পুজো কমিটি। মাকে বিদায় জানাতে দীর্ঘদিনের প্রথা মেনে ঢাকের সারিবদ্ধ আওয়াজে মেতে উঠল সকলেই। গোটা চন্দননগর আলোর মালায় সেজে উঠেছে। বুধবার চন্দননগরে এসে মুখ্যমন্ত্রী আজকের এই শোভাযাত্রাকে ‘সিস্টেমে’ বাঁধার পরামর্শ দেন। মানুষের নিরাপত্তার দায়িত্বে রাখা হয়েছে বিশাল পুলিশবাহিনী। আজ এই অপরূপ দৃশ্য দেখতে চন্দননগরে উপছে পড়েছে মানুষের ঢল।