ভারত বাংলাদেশ সীমান্তে মহিলা নিরাপত্তায় মহিলা জওয়ান নিয়োগ করছে বিএসএফ

জওয়ান

ভারত বাংলাদেশ সীমান্তে মহিলা নিরাপত্তায় মহিলা জওয়ান নিয়োগ করছে বিএসএফ । ভারত বাংলাদেশ সীমানায় মহিলা ঘটিয় পাচার ও অন্যান্য অপরাধ রুখতে এবং সীমা তীরবর্তী গ্রাম গুলিতে বসবাসকারী মহিলাদের সুরক্ষার স্বার্থে এবার বি এস এফ এর ইস্টার্ন কম্যান্ডে মহিলা জওয়ান নিয়োগ করা হচ্ছে। এর পাশাপাশি তৈরি হচ্ছে একটি মহিলা ব্যান্ডওজানিয়েছেন বি এস এফ এর ইস্টার্ন কম্যান্ডের এ ডিজি যোগেশ বাহাদুর খুরানিয়া।

 

আজ কলকাতার লর্ড সিনহা রোডে বি এস এফ হেড কোয়ার্টারে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন বি এস এফ এর সিমানা বৃদ্ধি করা হলেও তাদের কাজ করতে কোনো অসুবিধা হচ্ছে না। ২০২২ সালে তারা সীমানা প্রাচীর দেওয়ার কাজ আরো বৃদ্ধি করার পাশাপাশি সীমানা এলাকায় কোনো ধরনের অপরাধ রুখতে এবং জওয়ানদের মধ্যে কোনো ধরনের দুর্নীতি রুখতে সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে। এই স্মার্ট সলিউশান গড়ে তুলতে তিনটি ফ্রন্টিয়ারে ৫০ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে।

 

আর ও  পড়ুন    পাটের অভাব দেখিয়ে বন্ধ হয়ে গেলো ভাটপাড়ার রিলায়েন্স জুটমিল

 

উল্লেখ্য, ভারত বাংলাদেশ সীমান্তে মহিলা নিরাপত্তায় মহিলা জওয়ান নিয়োগ করছে বিএসএফ । ভারত বাংলাদেশ সীমানায় মহিলা ঘটিয় পাচার ও অন্যান্য অপরাধ রুখতে এবং সীমা তিরবর্তী গ্রাম গুলিতে বসবাসকারী মহিলাদের সুরক্ষার স্বার্থে এবার বি এস এফ এর ইস্টার্ন কম্যান্ডে মহিলা জওয়ান নিয়োগ করা হচ্ছে। এর পাশাপাশি তৈরি হচ্ছে একটি মহিলা ব্যান্ডওজানিয়েছেন বি এস এফ এর ইস্টার্ন কম্যান্ডের এ ডিজি যোগেশ বাহাদুর খুরানিয়া।

 

আজ কলকাতার লর্ড সিনহা রোডে বি এস এফ হেড কোয়ার্টারে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন বি এস এফ এর সিমানা বৃদ্ধি করা হলেও তাদের কাজ করতে কোনো অসুবিধা হচ্ছে না। ২০২২ সালে তারা সীমানা প্রাচীর দেওয়ার কাজ আরো বৃদ্ধি করার পাশাপাশি সীমানা এলাকায় কোনো ধরনের অপরাধ রুখতে এবং জওয়ানদের মধ্যে কোনো ধরনের দুর্নীতি রুখতে সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে। এই স্মার্ট সলিউশান গড়ে তুলতে তিনটি ফ্রন্টিয়ারে ৫০ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে।

 

ভারত বাংলাদেশ সীমান্তে মহিলা নিরাপত্তায় মহিলা জওয়ান নিয়োগ করছে বিএসএফ । ভারত বাংলাদেশ সীমানায় মহিলা ঘটিয় পাচার ও অন্যান্য অপরাধ রুখতে এবং সীমা তীরবর্তী গ্রাম গুলিতে বসবাসকারী মহিলাদের সুরক্ষার স্বার্থে এবার বি এস এফ এর ইস্টার্ন কম্যান্ডে মহিলা জওয়ান নিয়োগ করা হচ্ছে। এর পাশাপাশি তৈরি হচ্ছে একটি মহিলা ব্যান্ডওজানিয়েছেন বি এস এফ এর ইস্টার্ন কম্যান্ডের এ ডিজি যোগেশ বাহাদুর খুরানিয়া। আজ কলকাতার লর্ড সিনহা রোডে বি এস এফ হেড কোয়ার্টারে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন বি এস এফ এর সিমানা বৃদ্ধি করা হলেও তাদের কাজ করতে কোনো অসুবিধা হচ্ছে না।

 

২০২২ সালে তারা সীমানা প্রাচীর দেওয়ার কাজ আরো বৃদ্ধি করার পাশাপাশি সীমানা এলাকায় কোনো ধরনের অপরাধ রুখতে এবং জওয়ানদের মধ্যে কোনো ধরনের দুর্নীতি রুখতে সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে। এই স্মার্ট সলিউশান গড়ে তুলতে তিনটি ফ্রন্টিয়ারে ৫০ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে।