জমির দখলদারিকে কেন্দ্র করে গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত নানুর

নিজস্ব সংবাদদাতা, বীরভূম,১০ই অক্টোবর : জমির দখলদারিকে কেন্দ্র করে গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত নানুর। তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বোমাবাজি সংঘর্ষে আহত মোট ৫ জন, রয়েছে দুই মহিলা, ও এক নাবালিকা। বোমায় জখমদের বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নানুরের থুপসরা গ্রাম পঞ্চায়েতের ডাঙাপাড়া গ্রামে জমির দখলদারিকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয় ব্যপক বোমাবাজি, সংঘর্ষ। নানুরের তৃণমূল নেতা লালনের দুই গোষ্ঠীর ছেলেদের মধ্যে এই ঝামেলা। আর এই যত ঝামেলার মূলে রয়েছে সাড়ে আট কাঠা জমি। আক্রান্তদের দাবি, বোমাবাজি করার সাথে যুক্ত আলম এবং তার ভাইরা বালি মাফিয়া।আক্রান্ত পরিবারের আরও দাবি, “ওই জায়গাটি তাদের ঠাকুরদার জায়গা। সেই জায়গার দলিল খুঁজে পাওয়ায় তারা তাদের নিজেদের দখলে রাখতে চাইছে সে জায়গাটি। কিন্তু সেই জায়গাটি দখলের চেষ্টা চলছে।” সেই দ্বন্দ্ব থেকে এদিন দুপক্ষের আশ্রিত দুষ্কৃতিদের মধ্যে দফায় দফায় চলে বোমাবাজি। গ্রাম জুড়ে বোমাবাজির ঘটনায় আহত এক নাবালিকা ও দুই মহিলা সহ ৫ জন৷ বোমায় গুরুতর জখমদের বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।