জিএসটি নিয়ে ছল চাতুরী করছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিযোগ রাহুলের

নিজস্ব সংবাদদাতা, কোলকাতা:- জিএসটি নিয়ে ছল চাতুরী করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। অভিযোগ তুললেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা। বুধবার সাংবাদিক মুখোমুখি হয়ে তিনি বলেন, “জিএসটি নিয়ে ছল চাতুরী নিয়ে করছে তৃণমূল সরকার। সমস্ত রাজ্যের সঙ্গে আলোচনা করে জিএসটি ক্ষতিপূরণের টাকা বাতিল করেছে কেন্দ্রীয় সরকার। সেখানে পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অমিত মিত্রও ছিলেন। প্রতিবাদ জানানোর থাকলে সেখানেই জানাতে পারত।”

প্রসঙ্গত, জিএসটি ক্ষতিপূরণের টাকা কেন্দ্র বাতিল করার প্রতিবাদে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রধানমন্ত্রী চিঠি লেখেন। সেই চিঠি প্রসঙ্গে রাহুল সিনহা বলেন, “চিঠির আসল উদ্দেশ্য হল সামনে নির্বাচন আসছে, তাই কেন্দ্র দিচ্ছে না এই অভিযোগ সিপিএমের কাছ থেকে ধার করে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন।”