জুলাই নয়, নিরাপত্তার স্বার্থে পিছিয়ে দেওয়া হোক উচ্চমাধ্যমিক পরীক্ষা, দাবি পরীক্ষার্থীদের ।

নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি,১৯ জুন:- কোরোনা সংক্রমণের জেরে মাঝপথেই স্থগিত হয়ে যায় উচ্চমাধ্যমিক পরীক্ষা। এরপর একাধিক সময় জরুরিকালীন বৈঠকে রাজ্যের শিক্ষামন্ত্রী একাধিক ঘোষণা করেছিলেন পরীক্ষা সংক্রান্ত বিষয়ে৷ সর্বশেষ ঘোষণা, উচ্চমাধ্যমিকের বাকি তিনটে পরীক্ষা হবে জুলাই মাসে। সেই মোতাবেক পরীক্ষার দিন নির্ধারণ হয়েছে বলেই খবর। এমতবস্থায় পরীক্ষার দিন পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়ে পথে নামলেন খোদ পরীক্ষার্থীরা।
গোটা দেশের পাশাপাশি শিলিগুড়িতে সংক্রমণের সংখ্যা বাড়ছে নিত্যনতুন। এমতবস্থায় উচ্চমাধ্যমিক পরীক্ষা ঠিক কতটা নিরাপদজনক হবে তা নিয়ে পরীক্ষার্থীদের মধ্যেই প্রশ্ন জাগতে শুরু করেছে। সেক্ষেত্রে পরীক্ষার্থীদের দাবি কোরোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে আসার পরেই পরীক্ষার দিন ঠিক করা হোক। এই দাবি নিয়ে আজ শিলিগুড়ির বাঘাযতীন পার্ক সংলগ্ন এলাকায় বিক্ষোভ দেখায় পরীক্ষার্থীরা।
এবিষয়ে এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী শিবা ভট্টাচার্য জানান, আমরা কেউই পরীক্ষার বিরুদ্ধে নই। তবে, যেভাবে কোরোনা সংক্রমণ বেড়ে চলেছে প্রশ্ন জাগছে নিরাপত্তা নিয়ে। সেক্ষেত্রে পরিস্থিতি নিয়ন্ত্রনে এলে তারপর পরীক্ষার দিন নির্ধারণ করা হোক।