জেলে গিয়ে ছেলেকে কি বললেন শাহরুখ ?

জেলে

জেলে গিয়ে ছেলেকে কি বললেন শাহরুখ। গ্রেফতারের পর থেকে এই প্রথম শারুখ তাঁর ছেলের সঙ্গে দেখা করতে এলেন জেলে। মুম্বাইয়ের আর্থার রোড জেলে ছেলে আরিয়ান খানকে দেখতে গিয়ে ‘দুঃখ প্রকাশ’ করে এসেছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। আজ বৃহস্পতিবাযে সকাল ৯টায় জেলে পৌঁছান শাহরুখ। সঙ্গে ছিলেন আইনজীবীদের একটি দল; প্রায় ১৮ মিনিট অবস্থানের পর তিনি জেল ত্যাগ করেন। এ সময় শাহরুখ-আরিয়ানের মধ্যে কী কথাবার্তা হয়েছে তা প্রকাশ করা হয়েছে। সূত্রের খবর,  আরিয়ান বাবাকে দেখে বেশ কয়েকবার বলেছেন, ‘আমি দুঃখিত’। উত্তরে শাহরুখ বলেছেন, ‘আমি তোমাকে বিশ্বাস করি… আমি দুঃখিত।’

 

সূত্রের আরও দাবি, এরপর শাহরুখ ছেলের কাছে জানতে চান, সে কিছু খেয়েছে কি না। আরিয়ান না বলার পর, শাহরুখ জেলারকে জিজ্ঞেস করেন তাঁকে কিছু খাওয়ানো যাবে কি না। আদালতের অনুমতি ছাড়া এমনটা সম্ভব নয় বলে জানানো হয় বলিউড সুপারস্টারকে। তারপর শাহরুখ খান অন্য কয়েদিদের কাছে তাঁর ছেলের দেখাশোনা করার জন্য অনুরোধ জানান। জানা গেছে, কারাগারে শাহরুখ কোন বাড়তি সুবিধা পাননি। ছেলেকে দেখেই কাঁদতে শুরু করেন শাহরুখ, আরিয়ানও তাই।

 

গতকালও মাদক মামলায় আরিয়ান খানের জামিন আবেদন খারিজ করেন মুম্বাই সেশন কোর্ট। এরই মধ্যে জামিন আবেদনের জন্য মুম্বাইয়ের হাইকোর্টে আপিল করেছেন। জানা গেছে, আগামী সপ্তাহে ২৬ অক্টোবর আরিয়ানের জামিনের শুনানি হওয়ার দিন নির্ধারিত হয়েছে।

 

আর ও পড়ুন    মৌমাছির কামড়ে মুর্শিদাবাদে মৃত্যু হল এক বৃদ্ধার

 

উল্লেখ্য, মাদককাণ্ডে দীর্ঘ ১৬ ঘণ্টা জেরার পর ৩ অক্টোবর বিকেলে আরিয়ান খানকে গ্রেপ্তার দেখায় এনসিবি। আরিয়ান খানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এনডিপিএসের ৮সি, ২০বি, ২৭, ২৯ ও ৩৫ ধারায় মামলা করা হয়েছে। ২৩ বছর বয়সী আরিয়ান খানের পক্ষে আইনি লড়াই চালাচ্ছেন মুম্বাইয়ের অন্যতম শীর্ষ আইনজীবী সতীশ মানশিন্ডে ও জ্যেষ্ঠ আইনজীবী অমিত দেশাই।

 

 

গ্রেফতারের পর থেকে এই প্রথম শারুখ তাঁর ছেলের সঙ্গে দেখা করতে এলেন জেলে। মুম্বাইয়ের আর্থার রোড জেলে ছেলে আরিয়ান খানকে দেখতে গিয়ে ‘দুঃখ প্রকাশ’ করে এসেছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। আজ বৃহস্পতিবাযে সকাল ৯টায় জেলে পৌঁছান শাহরুখ। সঙ্গে ছিলেন আইনজীবীদের একটি দল; প্রায় ১৮ মিনিট অবস্থানের পর তিনি জেল ত্যাগ করেন। এ সময় শাহরুখ-আরিয়ানের মধ্যে কী কথাবার্তা হয়েছে তা প্রকাশ করা হয়েছে। সূত্রের খবর,  আরিয়ান বাবাকে দেখে বেশ কয়েকবার বলেছেন, ‘আমি দুঃখিত’। উত্তরে শাহরুখ বলেছেন, ‘আমি তোমাকে বিশ্বাস করি… আমি দুঃখিত।’