ডেঙ্গুতে মৃত্যু গৃহবধুর, মৃত্যু মিছিল অব্যাহত

নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনা,২৫ শে সেপ্টেম্বরঃ এযেন কিছুতেই অশোকনগর হাবড়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছেনা। ডেঙ্গুতে একের পর এক প্রান কেড়ে নিচ্ছে। ডেঙ্গু আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। হাসপাতাল গুলোতে উপচে পড়া ভিড়। হাতেগোনা আর কিছুদিন বাদেই দূর্গা পূজো তার আগে এই গৃহবধুর মৃত্যুতে শোকাহত পরিবার। মৃত গৃহবধুর নাম পূর্নিমা হালদার ৩৫ বাড়ি অশোকনগর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের নিচু কয়াডাঙ্গা এলাকায়। পরিবার সুত্রে জানা গেছে গত বুধবার থেকে পূর্নিমা দেবীর জ্বর আসে। শুক্রবার অশোকনগর হাসপাতালে ভর্তি হন। সেখানেই রক্ত পরীক্ষায় ডেঙ্গুর জীবাণু মেলে। পরবর্তীতে অবস্থার অবনতি হলে রবিবার আরজিকর হাসপাতালে রেফার করে দেওয়া হয়। দুদিন চিকিৎসার পর আজ বুধবার সকাল পাঁচটা নাগাদ মারাযান। ঘটনায় পরিবার তথা এলাকায় শোকের ছায়া এলাকায়।