তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে অভিযোগ অস্বীকার

উত্তর ২৪পরগণা:- বসিরহাট মহাকুমার হিঙ্গলগঞ্জ বিধানসভার ভবানীপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মুক্তার চক এক নম্বর তৃণমূলের পার্টি অফিস ভাঙ্গার অভিযোগ বিজেপির বিরুদ্ধে ।অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

এদিন বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা লালটু ,সঞ্জিত, নিশি, সহ বেশ কয়েকজন সশস্ত্র দুষ্কৃতী এসে পরিকল্পনা করে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করে এবং পার্টি অফিসের যারা ছিল তাদেরকে মারধর করে বলে অভিযোগ ।এ ঘটনায় এলাকায় আতঙ্ক তৈরি হয়। ভবানীপুরের অঞ্চল তৃণমূল সভাপতি হিমাংশু মন্ডল বলেন ২০২১ এর নির্বাচনে আমরা এইবুথে মোট ভোট পেয়েছি ১২৬ টা বিজেপি পেয়েছে ৫৯০,টা একুশে নির্বাচনের ফলাফল পরেই যারা রাতারাতি বিজেপিকে ভোট করেছিল তারা তৃণমূলে আসার চেষ্টা করছে। আমরা প্রতিবাদ জানায় তাই পরিকল্পনা করে আমাদের পার্টি অফিস ভেঙেছে। আমরা এই বিষয়ে জেলা নেতৃত্বকে পুরোটা জানিয়েছি। স্থানীয় বিসিপিস প্রভাবশালী নেতা জড়িত আছেন বলে দাবি করেছেন। তৃণমূল নেতৃত্ব পাশাপাশি এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। বলেছে এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে যের। এই ঘটনার জেরে এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।