তৃণমূল এবং আব্বাস সিদ্দিকীর অনুগামীদের মধ্যে সংঘর্ষে আহত হল উভয়পক্ষের ৬জন

নিজস্ব সংবাদদাতা ৮ ফেব্রুয়ারি ২০২১দক্ষিণ ২৪পরগণা: ভোট ঘোষণা হওয়ার আগেই দেওয়াল দখলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল ভাঙড়ে। তৃণমূল এবং আব্বাস সিদ্দিকীর অনুগামীদের মধ্যে সংঘর্ষে আহত হল উভয়পক্ষের ৬জন।

ঘটনাকে কেন্দ্র করে আব্বাস সিদ্দিকীর অনুগামীদের ঘরবাড়ি ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ানোই ভাঙড় থানার বিশাল পুলিশবাহিনী এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই পক্ষের সংঘর্ষে আহত হয় ভাঙড় ১নম্বর ব্লক যুব তৃনমূলের সভাপতি সফি আহমেদ সহ তৃণমূল কর্মীরা। ঘটনার পর তৃণমূলের যুব নেতা শফি আহমেদ দাবি করেন এলাকায় তাদের দেওয়াল দখল করে নিচ্ছিল আব্বাস সিদ্দিকর অনুগামীরা। তারই প্রতিবাদ করতে গেলে মারধর করা হয় তাদের। এর পাশাপাশি মেরে স্থানীয় বুধ সভাপতির মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। কার্যত এলাকা দখল এর জন্যই আব্বাস সিদ্দিকীর অনুগামীরা তাদের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ। অন্যদিকে আব্বাস অনুগামীদের দাবি এলাকায় নিজেরাই অশান্তি পাকিয়ে তাঁদেরকে মারধর করেছে তৃণমূল। মারধরের পাশাপাশি বাড়িঘর ভাঙচুর করেছে বলে অভিযোগ। মহিলারা বাধা দিতে এলে তাদেরকেও মারধর করে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ডিএসপি ক্রাইম তমাল সরকার এবং ভাঙড় থানার আইসি নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন….চৌকিদারকে বেঁধে রেখে,দুঃসাহসিক ডাকাতির ঘটনা ফুলবাড়ীতে