পুরুলিয়ায় তৃনমুলের গোষ্ঠী দ্বন্ধ, থমকে গেলো রাস্তা নির্মানের কাজ

থমকে

পুরুলিয়ায় তৃনমুলের গোষ্ঠী দ্বন্ধ, থমকে গেলো রাস্তা নির্মানের কাজ।  পুরুলিয়ার ঝালদায় তৃনমুলের গোষ্ঠী দ্বন্ধ। থমকে গেলো পুরান ঝালদা গ্রামের একটি রাস্তা নির্মাণের কাজ।রাস্তা নির্মাণের দাবিতে গ্রামবাসীদের সাথে একজোট কংগ্রেস বিজেপি।নব্য তৃণমূলীরা বলছে একটি রাস্তা দ্বিতীয়বার পিসিসির অনুমোদন পায়কি করে?অন্যদিকে তৃণমূল কংগ্রেসের আদি বা পুরানোরাদের অভিযোগ, যুবরা বাধা দিচ্ছে উন্নয়নে।

 

ঘটনা পুরুলিয়ার ঝালদা থানার পুরানো ঝালদা গ্রামে রাস্তা নির্মানকে কেন্দ্র করে। দুটি রাস্তা। একটি রজক পাড়া থেকে শিব মন্দীর, অপরটি হরি মন্দির থেকে বড়তল। রাস্তা দুটি পঁচা কাদার গন্ধে নাক টিপে পারাপার করতে হয় । কালো নোংরা জল বইছে রাস্তায়,ফলে চলাচলের অযোগ্য হয়ে উঠেছে রাস্তাটি।

 

গ্রামের তনুশ্রী বিট, শিক্ষক তথা কংগ্রেস নেতা বিষ্ণুপদ রজক বিজেপি নেতা ধর্মেন্দ্র রজক অশোক কুইরি প্রমুখরা বলেন গত ৩০ বছর পূর্বে রাস্তাটি পিসিসি হয়েছে। তারপর সংস্কারের অভাবে এমন অবস্থার রুপ নিয়েছে যে প্রায় সময় ঘটে দূর্ঘটনা। শুনেছি রাস্তাটি সংস্কারের অনুমোদন পেয়েছে। তাতে শুনছি কেউ বাধা দিচ্ছে। তাই আমরা সকলে চাই রাজনীতি ভুলে গ্রামের রাস্তাটি হোক সাথে হোক জল নিকাশি ব্যাবস্থাও।

 

আর ও পড়ুন    শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে শিক্ষকদের সঙ্গে নিয়ে দুয়ারে বিধায়ক

 

এদিকে ঝালদা দড়দা গ্রাম পঞ্চায়েত সদস্য উত্তম রজক জানান। রাস্তা দুটি মঞ্জুর হয়ে গেছে কিন্তূ অন্যগ্রামের একজন অভিযোগ করায় কাজ শুরু করা যায়নি |তারা এই গ্রামের অবস্থা কি বুজবে আসলে তারা উন্নয়ন চায়না।

 

এদিকে অভিযোগ কারী তৃণমূল নেতা শেখ রোশন আলি নিজের অভিযোগে অনড় |তিনি জানান রাস্তা হোক কিন্তূ যেখানে প্রয়োজন যেখানে রাস্তা আছে, সেখানে নতুন করে রাস্তা তৈরি করে লাভকি। তাই প্রশাসনকে তদন্ত করে রাস্তা নির্মাণের জন্য অভিযোগ করেছি | বিষয়টি নিয়ে ঝালদা ১নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক রাজকুমার বিশ্বাস ফোনে জানান। রাস্তাটি কি অবস্থায় রয়েছে তা খতিয়ে দেখে ব্যাবস্থা নেওয়া হবে |

 

উল্লেখ্য,   পুরুলিয়ায় তৃনমুলের গোষ্ঠী দ্বন্ধ, থমকে গেলো রাস্তা নির্মানের কাজ।  পুরুলিয়ার ঝালদায় তৃনমুলের গোষ্ঠী দ্বন্ধ। থমকে গেলো পুরান ঝালদা গ্রামের একটি রাস্তা নির্মাণের কাজ।রাস্তা নির্মাণের দাবিতে গ্রামবাসীদের সাথে একজোট কংগ্রেস বিজেপি।নব্য তৃণমূলীরা বলছে একটি রাস্তা দ্বিতীয়বার পিসিসির অনুমোদন পায়কি করে?অন্যদিকে তৃণমূল কংগ্রেসের আদি বা পুরানোরাদের অভিযোগ, যুবরা বাধা দিচ্ছে উন্নয়নে। ঘটনা পুরুলিয়ার ঝালদা থানার পুরানো ঝালদা গ্রামে রাস্তা নির্মানকে কেন্দ্র করে। দুটি রাস্তা।

 

একটি রজক পাড়া থেকে শিব মন্দীর, অপরটি হরি মন্দির থেকে বড়তল। রাস্তা দুটি পঁচা কাদার গন্ধে নাক টিপে পারাপার করতে হয় । কালো নোংরা জল বইছে রাস্তায়,ফলে চলাচলের অযোগ্য হয়ে উঠেছে রাস্তাটি। গ্রামের তনুশ্রী বিট, শিক্ষক তথা কংগ্রেস নেতা বিষ্ণুপদ রজক বিজেপি নেতা ধর্মেন্দ্র রজক অশোক কুইরি প্রমুখরা বলেন গত ৩০ বছর পূর্বে রাস্তাটি পিসিসি হয়েছে। তারপর সংস্কারের অভাবে এমন অবস্থার রুপ নিয়েছে যে প্রায় সময় ঘটে দূর্ঘটনা। শুনেছি রাস্তাটি সংস্কারের অনুমোদন পেয়েছে। তাতে শুনছি কেউ বাধা দিচ্ছে। তাই আমরা সকলে চাই রাজনীতি ভুলে গ্রামের রাস্তাটি হোক সাথে হোক জল নিকাশি ব্যাবস্থাও।