দক্ষিণ 24 পরগণার জেলা জুড়ে সিল করা হলো নদীর পাড়ের খেয়াঘাট গুলি।

দক্ষিণ 24 পরগণা জেলা জুড়ে সিল করা হলো নদীর পাড়ের খেয়াঘাট গুলি। আজ সকাল থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টি হচ্ছে জেলাজুড়ে। এর পাশাপাশি ঝড়ো হাওয়া বইছে। গোসাবা সহ জেলার প্রায় সবকটি ব্লকের খেয়াঘাট গুলি বন্ধ করে দিয়েছে প্রশাসন। গতকাল সব খেয়া ঘাটে কিছু নৌকা চলাচল হলেও আজ থেকে সম্পূর্ণভাবে সিল করে দিয়েছে প্রশাসন। আমফানের পর আবার ফেরি চলাচল করবে সমস্ত ঘাট গুলি থেকে। এমনই দাবি প্রশাসনের আধিকারিকদের।

শুনশান বকখালী। সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে মানুষদের।

গোসাবার আমতলীতে নদী বাঁধের অবস্থা নিয়ে চিন্তিত গ্রামবাসীরা।সব কিছু ভুলে বাঁধেই নজর সকলের।