দাম্পত্য কাটুক নিরাপদে,বিয়ে বাড়িতে সদলবলে হেলমেট হাতে হাজির পুলিশ

নিজস্ব সংবাদদাতা,বীরভূম,১৮ই আগস্ট: বিয়ে বাড়ীতে বাজছিল সানাই, চলছিল হৈ-হুল্লোড়, খাওয়া-দাওয়া, নাচ-গান। অতিথিদের আগমনে মুখরিত বিয়ে বাড়ী। হঠাৎই বিয়ে বাড়িতে সদলবলে পুলিশের আগমন। এমন এক বিয়েবাড়িতে পুলিশের আগমন ঘটতেই অতিথি থেকে বর-কনের সবাই হকচকিয়ে গেলেন। হঠাৎ বিয়ে বাড়িতে পুলিশ কেন, প্রশ্নটা তখন সবার মনে।সিঁড়ি দিয়ে দোতলায় পুলিশের দল এসে হাজির বর-কনের সামনে। বর কনের সামনে এসে উপস্থিত হতেই বর ও কনের হাতে তুলে দিলেন সুন্দর দুটি হেলমেট। কিন্তু হঠাৎ করে বিয়ে বাড়িতে নবদম্পতিকে হেলমেট গিফট করল পুলিশ, কিন্তু কেন ?কারণটা নিজেই জানালেন বড় সৌম্য সংকর রয়। তিনি জানান বেশ কয়েকদিন আগে বাড়ি থেকে বাইক নিয়ে বেরিয়ে ছিলেন কিন্তু মাথায় ছিল না হেলমেট, ঠিক তখনই সিউড়ির কোন এক রাস্তায় ধরে ফেলে ট্রাফিক পুলিশ। দিতে হয় ফাইন। ফাইন দিয়ে তিনি নিজে নিজেই উপলব্ধি করেন হেলমেট পড়াটা সত্যিই দরকার, তাই নিজের বিয়ের মেনু কার্ড এ তিনি এনেছেন সেভ ড্রাইভ সেভ লাইফ এর প্রচার। তার চেয়ে বোধোদয় হয়েছে এবং হেলমেট না পরে সে যাতে আর রাস্তায় না বের হয় সে কারণে বিয়ের অনুষ্ঠানে পুলিশের পক্ষ থেকে নবদম্পতিকে গিফট দেওয়া হয় দুটি হেলমেট।সিউড়ির ওসি ট্রাফিক সুমন প্রামানিকের হাত থেকে বৌভাতের দিন হেলমেট উপহার পেয়ে ভীষণ খুশি নবদম্পতিও। বীরভূম জেলা পুলিশের সেভ ড্রাইভ সেভ লাইফের এমন অভিনব প্রচারে খুশি বিয়ে বাড়ীর লোকজন।গত ১৫ই আগষ্ট সিউড়ির সোনাতোড় পাড়ার বড় কালিবাড়ি এলাকার ওষুধ ব্যবসায়ী সৌম্য শঙ্কর রায়ের সাথে বিয়ে হয় উওরপাড়ার সায়ন্তী রায়ের।সিউড়িতে জাতীয় সড়কের ধারে একটি লজে শনিবার রাত বৌভাতের আয়োজন করা হয়েছিল।নববিবাহিতা পাত্রী সায়ন্তী রায় বলেন- “আজ বৌভাতের দিন এমন চমক আছে জানতাম না।নতুন ধরনের উপহার পেয়ে খুব ভাল লাগছে।সবার সেফটির জন্য হেলমেট পড়া উচিত” ।