দুস্কৃতির গুলিতে গুরুতর জখম এক যুবক

নিজস্ব সংবাদদাতা,নদীয়া,১৫ ই অক্টোবর:দুস্কৃতির গুলিতে গুরুতর জখম হল এক যুবক। ঘটনাটি ঘটে সোমবার রাতে হাঁসখালি থানার জয়পুর গ্রামে। গুলিবিদ্ধ যুবকের নাম, দিবাকর সরকার। বয়েস কুড়ি বছর। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। গুলিবিদ্ধ যুবক এলাকার সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। তৃণমূল কর্মী ওই যুবককে গুলির ঘটনায়, অভিযোগ ওঠে বিজেপি আশ্রিত কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে। পরে স্থানীয়রাই আহত যুবককে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে । স্থানীয় যুবক ও তৃণমূল কর্মী গৌতম মুখার্জি জানান, লক্ষ্মী পূজা উপলক্ষে জয়পুর গ্রামে একটি মেলা চলছিল । সেখানে তৃণমূল কর্মী বলে এলাকায় পরিচিত দিবাকর মেলা দেখতে গিয়েছিল। তার অভিযোগ, সেখানে বিজেপি আশ্রিত সুবীর সরকার সহ বেশকিছু দুষ্কৃতী তাকে একটি বাড়িতে ডেকে নিয়ে যায়। অভিযোগ, এরপর তৃণমূল করা নিয়ে দিবাকরের সনে সুবীর ও তার দলবল বচসা হয়। অভিযোগ এরপরই তাকে লক্ষ করে দু রাউন্ড গুলি চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতী সুবীর সরকার। জানা যায়, একটি গুলি দিবাকরের বা হাত ছুঁইয়ে বেরিয়ে গেলেও অন্যটি তার বুক ফুঁড়ে শরীরে ঢুকে যায়। গুলিবিদ্ধ হয়ে সেখানেই সে মাটিতে লুটিয়ে পরে। পরে তার চিৎকারে স্থানীয় মানুষ ঘটনাস্থল ছুটে আসলে, দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায়। স্থানীয়রাই তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শক্তিনগর হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তার চিকিৎসা চলছে বলে পুলিশ সূত্রে জানা যায়।