ধীরে ধীরে সুস্থ হচ্ছে বাংলা বেসরকারি হাসপাতালকে শয্যা ফেরত দিচ্ছে রাজ্য

নিউজ ডেস্ক ১১ডিসেম্বর ২০২০:করোনাকে জয় করেই ধীরে ধীরে সুস্থ হচ্ছে বাংলা। বিগত কয়েক সপ্তাহ ধরেই বাড়ছে সুস্থতার হার। হাসপাতালে করোনা রোগী ভর্তির হারও নিম্নমুখী।

সেই পরিস্থিতি পর্যালোচনা করেই রাজ্যের ১৩টি হাসপাতালের কিছু শয্যা ফেরানো হচ্ছে।এরমধ্যে কলকাতার ১টি, হাওড়ার ২টি, হুগলির ২টি, উত্তর ২৪ পরগনার ৪টি, পশ্চিম মেদিনীপুরের ১টি, রামপুরহাটের ১টি, মালদহের ১টি ও দার্জিলিঙের ১টি হাসপাতাল রয়েছে। উল্লেখ্য করোনা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বেশ কিছু বেসরকারি হাসপাতালের শয্যা নিয়েছিল রাজ্য সরকার। এ বার ধাপে ধাপে সেই শয্যা ফেরানোর প্রক্রিয়া শুরু হল। স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী এ বিষয়ে নির্দেশিকা জারি করেছেন। বৃহস্পতিবার স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী রাজ্যে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত মোট ৫,১৩,৭৫২ জন। সুস্থ হয়েছেন ৪,৮১,৩৮৫ জন। সুস্থতার হার ৯৩.৭০ শতাংশ।এদিকে প্রতি মুহূর্তে মানুষ দিন গুনছে টিকা আবিষ্কারের। যে কথা মাথায় রেখে চলতি মাসের ২৪ তারিখের মধ্যে টিকা মজুতের যাবতীয় প্রস্তুতি সেরে ফেলতে রাজ্যগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ইতিমধ্যেই করোনা ভ্যাকসিন বণ্টনের জন্য নতুন অ্যাপ তৈরি করেছে। তাতে বণ্টনের স্বচ্ছতা বজায় থাকবে বলে দাবি করেছে মোদী সরকার। এমনকী কতজন ভ্যাকসিন পেলেন তার হিসেবও থাকবে সেখানে। করোনা ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশনও এখানে করা যাবে বলে জানানো হয়েছে।