পুজোর ভীড়ে কীভাবে নিজের দিকে নজর কাড়বেন? জেনে নিন টিপস

নজর

পুজোর ভীড়ে কীভাবে নিজের দিকে নজর কাড়বেন? জেনে নিন টিপস । পুজো এসে গেছে।  কুর্তি, সালোয়ার, শাড়ির ম্যাচিংয়ে চুড়ি, গয়না কেনাও প্রায় শেষের দিকে। হয়ে গিয়েছে নানা রঙ এবং ডিজাইনের জুতোও। পাড়ার দর্জির কাছে রয়েছে ব্লাউজ। এক দু’দিনের মধ্যে তৈরি হয়ে যাবে। তবে বাকি রয়ে গিয়েছে সাজের প্রসাধনী। লিপস্টিক, ব্লাশ, আইশ্যাডো, নেল পলিশ, ফাউন্ডেশন থাকলেও পুজোতে না কিনলে কি হয়।

 

তবে এবছরের ট্রেন্ড কী? কী রকমভাবে সাজলে অন্যদের থেকে আলাদা লাগবে। এই চিন্তায় রয়েছেন অনেকেই।  তাই এগুলো কেনার জন্য অনলাইনে প্রোডাক্ট, রিভিউ দেখতে পারেন।  এখানেই শেষ নয়। অনেকে আবার  ফলো করেছেন সেলিব্রিটিদের। তাঁদের মেকআপ ভিডিও দেখেছেন। ফলে আপনিও সেটা করতে পারেন। নেট ঘেটে নেকে জানার চেষ্টা করছেন  কীভাবে সাজলে তাকে অন্যদের থেকে আলাদা লাগবে। সেটাও করতে পারেন।

 

আর ও পড়ুন  পুজোয় হিল জুতো পরার আগে এই বিষয়গুলি মাথায় রাখুন

 

উৎসবের মরশুমে চকমকি আইশ্যাডোই নজর কাড়বে। লাল, কালচে নীল সহ ড্রেস ম্যাচিংয়ের আইশ্যাডো কিনলে ভালো হবে। রয়েছে  হাইলাইটারের গুরুত্ব। লিকুইড হাইলাইটার ফাউন্ডেশন লাগানোর আগে লাগাতে হবে। তার ওপর ফাউন্ডেশন লাগালে গ্লো আসবে। মেকআপ শেষ করার পর পাউডার হাইলাইটার গালে, চিবুকে, নাকের ওপরে, ঠোঁটের কোণে লাগাতে হবে।

 

করোনা পরিস্থিতির জন্য মাস্ক পরতেই হবে। তা বলে তো আর লিপস্টিক বাদ দেওয়া যাবে না। সেই জন্য ম্যাট লিপস্টিক লাগাতে হবে। যাতে মাস্কে ঘেটে না যায়। পাশাপাশি ম্যাট ফাউন্ডেশনও ব্যবহার করতে হবে।

 

উল্লেখ্য, পুজোর ভীড়ে কীভাবে নিজের দিকে নজর কাড়বেন? জেনে নিন টিপস । পুজো এসে গেছে।  কুর্তি, সালোয়ার, শাড়ির ম্যাচিংয়ে চুড়ি, গয়না কেনাও প্রায় শেষের দিকে। হয়ে গিয়েছে নানা রঙ এবং ডিজাইনের জুতোও। পাড়ার দর্জির কাছে রয়েছে ব্লাউজ। এক দু’দিনের মধ্যে তৈরি হয়ে যাবে। তবে বাকি রয়ে গিয়েছে সাজের প্রসাধনী। লিপস্টিক, ব্লাশ, আইশ্যাডো, নেল পলিশ, ফাউন্ডেশন থাকলেও পুজোতে না কিনলে কি হয়।

 

তবে এবছরের ট্রেন্ড কী? কী রকমভাবে সাজলে অন্যদের থেকে আলাদা লাগবে। এই চিন্তায় রয়েছেন অনেকেই।  তাই এগুলো কেনার জন্য অনলাইনে প্রোডাক্ট, রিভিউ দেখতে পারেন।  এখানেই শেষ নয়। অনেকে আবার  ফলো করেছেন সেলিব্রিটিদের। তাঁদের মেকআপ ভিডিও দেখেছেন। ফলে আপনিও সেটা করতে পারেন। নেট ঘেটে নেকে জানার চেষ্টা করছেন  কীভাবে সাজলে তাকে অন্যদের থেকে আলাদা লাগবে। সেটাও করতে পারেন।