নবদ্বীপে প্রাচীনতম পারিবারিক দুর্গাপূজা ভট্টাচার্য্য বাড়ির লাল দুর্গা

নিউজ ডেস্ক,নদীয়া: নদীয়ার নবদ্বীপে প্রাচীনতম পারিবারিক দুর্গাপূজা গুলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য একটি পূজা হল জগন্নাথ তলা এলাকার ভট্টাচার্য্য বাড়ির লাল দুর্গা। তথাকথিত দুর্গা প্রতিমা থেকে এই লাল দুর্গা প্রতিমা অনেকটাই আলাদা। প্রতিমার বর্ণ সম্পূর্ণ ভাবে টকটকে লাল, যাকে রক্তবর্ণ বলা যেতে পারে। প্রায় সাড়ে তিনশ বছরের পুরনো এই লাল দুর্গা মায়ের রূপ রক্ত বর্ণ হওয়ার পেছনে একটি অলৌকিক ঘটনা রয়েছে বলে এইদিন জানালেন ভট্টাচার্য্য পরিবারের প্রবীণ সদস্য শিব কুমার নাথ ভট্টাচার্য্য।
কথিত আছে,পূর্বে সপ্তদশ শতাব্দীতে মায়ের পূজা চলাকালীন ভুল চণ্ডীপাঠের কারণে আশ্চর্যজনকভাবে মায়ের মূর্তি দিক পরিবর্তন করে এবং সম্পূর্ণ রূপ রক্তবর্ণ হয়ে যায়। পাশাপাশি চণ্ডীপাঠ রত ভট্টাচার্য্য বাড়ির ওই সদস্যের সারা শরীর ফ্যাকাসে ও রক্তশূন্য হয়ে যায়। পূজার শেষে পরবর্তীতে ওই সদস্য প্রাণ ত্যাগ করেন বলেও এই দিন জানান শিবকুমার বাবু। এই ঘটনার পর থেকে আজও অব্দি এই দুর্গা প্রতিমা লাল বর্ণ বা রক্তবর্ণ রূপে পূজিত হয়ে আসছেন নবদ্বীপের এই ভট্টাচার্য্য বাড়িতে। এছাড়াও মাকে বোয়াল মাছ ও থোড় দিয়ে ভোগ দেওয়া হয়। পূর্বে বলির প্রথা থাকলেও বর্তমানে কুমড়ো বলি দেয়া হয় মায়ের পুজো তে। এছাড়াও আরো অনেক রোমাঞ্চকর অলৌকিক ঘটনা রয়েছে লাল দুর্গা কে কেন্দ্র করে।