হাতির তান্ডবে নাজেহাল স্থানীয় গ্রাম বাসীরা

নাজেহাল

হাতির তান্ডবে নাজেহাল স্থানীয় গ্রাম বাসীরা। পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের
চাঁদড়ার বেলিয়া , চাঁদাবিলা , মনিদহ এলাকায় বৃহস্পতিবার ভোরে ঢুকে পড়ে ২৫ টি হাতির পাল । শালবনি ব্লকের পাথরি এলাকায় ঢুকে পড়ে ১৮ টি হাতির পাল। দাঁতাল হাতির দল মাঠে থাকা পাকা ধান খেয়ে , পায়ে মাড়িয়ে নষ্ট করে দেয়।

 

দুমাস আগেই বন্যার কবলে পড়েছিল চাঁদড়ার এসব এলাকা। বহু কষ্টে তাঁরা চাষ করেছেন । বৃহস্পতিবার
ভোরের আলো ফোটার আগেই হাতির পাল কে দেখে হত্ম্ভভ হয়ে যান গ্রামবাসীরা ।তাঁরা হাতি তাড়াতে ব্যস্ত হয়ে পড়েন। কিন্তু হাতির পাল ওই এলাকা থেকে অন্য কোথাও যেতে চাইছে না।হাতির দল মাঠে গিয়ে বিঘার পর বিঘা জমির পাকা ধান নষ্ট করে দিয়েছে।

 

যেভাবে হাতির দল মেদিনীপুর সদর ব্লকের ওই এলাকা গুলিতে তাণ্ডব শুরু করেছে তাতে যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন ওই এলাকার বাসিন্দারা।গ্রামবাসীরা বিষয়টি বন বিভাগের আধিকারিক দের জানিয়েছেন।খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বন বিভাগের কর্মীরা হাতি গুলিকে স্থানীয় জঙ্গলের দিকে পাঠানোর চেষ্টা করছে।সেই সঙ্গে বন বিভাগের পক্ষ থেকে ওই এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

 

আর ও পড়ুন    শেয়ালের দলের হানার জেরে আহত ৪০ জন গ্রামবাসী

 

অপরদিকে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের পাথরি এলাকায় বৃহস্পতিবার সাত সকালে ১৮ টি হাতি ঢুকে তাণ্ডব চালায়।যার ফলে ওই এলাকার বাসিন্দারা ব্যাপক ফসলের ক্ষতির আশঙ্কা করছেন । সেইসঙ্গে হাতির হামলার আশঙ্কায় যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন গ্রামবাসীরা ।

 

বিষয়টি বনদপ্তর কে জানানো হয়েছে। ঘটনাস্থলে রয়েছে বন দফতরের কর্মীরা ।বন দফতরের পক্ষ থেকে ওই এলাকার সর্বস্তরের মানুষকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তা সত্ত্বেও হাতির হামলার আশঙ্কায় আতঙ্কে রয়েছেন ওই এলাকার বাসিন্দারা।

 

উল্লেখ্য,হাতির তান্ডবে নাজেহাল স্থানীয় গ্রাম বাসীরা। পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের
চাঁদড়ার বেলিয়া , চাঁদাবিলা , মনিদহ এলাকায় বৃহস্পতিবার ভোরে ঢুকে পড়ে ২৫ টি হাতির পাল । শালবনি ব্লকের পাথরি এলাকায় ঢুকে পড়ে ১৮ টি হাতির পাল। দাঁতাল হাতির দল মাঠে থাকা পাকা ধান খেয়ে , পায়ে মাড়িয়ে নষ্ট করে দেয়।

 

দুমাস আগেই বন্যার কবলে পড়েছিল চাঁদড়ার এসব এলাকা। বহু কষ্টে তাঁরা চাষ করেছেন । বৃহস্পতিবার ভোরের আলো ফোটার আগেই হাতির পাল কে দেখে হত্ম্ভভ হয়ে যান গ্রামবাসীরা ।তাঁরা হাতি তাড়াতে ব্যস্ত হয়ে পড়েন। কিন্তু হাতির পাল ওই এলাকা থেকে অন্য কোথাও যেতে চাইছে না।

 

হাতির দল মাঠে গিয়ে বিঘার পর বিঘা জমির পাকা ধান নষ্ট করে দিয়েছে। যেভাবে হাতির দল মেদিনীপুর সদর ব্লকের ওই এলাকা গুলিতে তাণ্ডব শুরু করেছে তাতে যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন ওই এলাকার বাসিন্দারা।গ্রামবাসীরা বিষয়টি বন বিভাগের আধিকারিক দের জানিয়েছেন।খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বন বিভাগের কর্মীরা হাতি গুলিকে স্থানীয় জঙ্গলের দিকে পাঠানোর চেষ্টা করছে।সেই সঙ্গে বন বিভাগের পক্ষ থেকে ওই এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।