পুরভোটের প্রচারে বাংলায় আসবেন না শাহ, নাড্ডারা, কেন? জানুন

নাড্ডারা

পুরভোটের প্রচারে বাংলায় আসবেন না শাহ, নাড্ডারা, কেন? জানুন । বিধানসভা নির্বাচনের সময় বিজেপির কেন্দ্রীয় নেতারা বারবার বাংলায় এসেও   বিধানসভা ভোটে বিজেপি মুখ থুবড়ে পড়ে। তারপর কলকাতা পুরভোটে বিজেপির কোনও কেন্দ্রীয় নেতাকে প্রচারে দেখা যায়নি। আসন্ন চার পুরনিগমের ভোটেও বিজেপির প্রচার তারকাহীনই থাকছে। বিজেপি সূত্রের খবর, রাজ্যে তথা দেশে করোনা পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে ওঠার প্রেক্ষিতে সফর ঘোষণা করেও তা বাতিল করে দিয়েছেন জে পি নাড্ডা এবং অমিত শাহ।

 

বিজেপির  সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষ জানিয়েছিলেন, ৯ এবং ১০ জানুয়ারি কলকাতায় সফর করবেন নাড্ডা। জানুয়ারির তৃতীয় সপ্তাহে উত্তরবঙ্গে আসবেন শাহ। কয়েকদিন আগেই নাড্ডা জানান, তাঁর কর্মসূচি বাতিল। রাজ্য বিজেপির আশা ছিল শিলিগুড়ি পুরভোটের আগে শাহর সফর হবে উত্তরবঙ্গে।

 

তবে বিজেপি সূত্রে খবর, শেষবেলায় শাহও জানিয়ে দিয়েছেন, তিনি বাংলা সফর বাতিল করছেন। পরিস্থিতির কোনও নাটকীয় বদল না হলে শাহের সফর যে বাতিল হচ্ছে, তা একপ্রকার নিশ্চিত। আগামী দু’‌এক দিনের মধ্যেই রাজ্য বিজেপি সে খবর প্রকাশ্যে জানিয়ে দিতে পারে। রাজ্য বিজেপির দাবি, বাংলার করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গের নেতৃত্বই এই দুই কর্মসূচি বাতিল করার কথা ঠিক করেছে। এদিকে এর মধ্যে চার পুরনিগমের ভোট পিছিয়ে দেওয়ার দাবিতে সরব হয়েছে বিজেপি।

 

এক মাস করে ভোট পিছিয়ে দেওয়ার দাবিতে কমিশনে চিঠি দিয়েছে গেরুয়া শিবির। তবে রাজ্য বিজেপি চাইছে, অন্ততপক্ষে বিধান‌নগরের ভোট পিছিয়ে দিক কমিশন। তাদের যুক্তি, শিলিগুড়ি, আসানসোল, চন্দননগরের তুলনায় বিধাননগরে করোনা সংক্রমণের হার বেশি। আক্রান্তের সংখ্যাও বেশি। ফলে পিছিয়ে দেওয়া হোক ভোট।

 

আরও পড়ুন    অকাল বৃষ্টিতে ভিজবে বাংলা, কবে হবে বৃষ্টি? জানুন

 

উল্লেখ্য,পুরভোটের প্রচারে বাংলায় আসবেন না শাহ, নাড্ডারা, কেন? জানুন । বিধানসভা নির্বাচনের সময় বিজেপির কেন্দ্রীয় নেতারা বারবার বাংলায় এসেও   বিধানসভা ভোটে বিজেপি মুখ থুবড়ে পড়ে। তারপর কলকাতা পুরভোটে বিজেপির কোনও কেন্দ্রীয় নেতাকে প্রচারে দেখা যায়নি। আসন্ন চার পুরনিগমের ভোটেও বিজেপির প্রচার তারকাহীনই থাকছে।

 

বিজেপি সূত্রের খবর, রাজ্যে তথা দেশে করোনা পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে ওঠার প্রেক্ষিতে সফর ঘোষণা করেও তা বাতিল করে দিয়েছেন জে পি নাড্ডা এবং অমিত শাহ। বিজেপির  সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষ জানিয়েছিলেন, ৯ এবং ১০ জানুয়ারি কলকাতায় সফর করবেন নাড্ডা। জানুয়ারির তৃতীয় সপ্তাহে উত্তরবঙ্গে আসবেন শাহ। কয়েকদিন আগেই নাড্ডা জানান, তাঁর কর্মসূচি বাতিল। রাজ্য বিজেপির আশা ছিল শিলিগুড়ি পুরভোটের আগে শাহর সফর হবে উত্তরবঙ্গে।