নিজেদের মাসিক বেতন থেকে খাদ্যসামগ্রী কিনে দুঃস্থ মানুষদের হাতে তুলে দিলেন স্টেট্ ব্যাঙ্কের কর্মচারীরা

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ, ২৩ এপ্রিল, করোনার জেরে জর্জরিত গোটা দেশ।করোনা সংক্রমণ রুখতে লকডাউনের ঘোষণা করেছে সরকার।দিন দিন দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।তাই লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে, পাশাপাশি লকডাউনের ফলে সমস্যায় পড়েছে দিন আনা দিন খাওয়া মানুষগুলো।তাই তাদের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে সরকার ও নানান সংস্থা।তবুও প্রত্যহ সঠিক পরিমান জুটছে না খাদ্য।এবার সেই দুঃস্থ, অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ালো স্টেট্ ব্যাঙ্কের কর্মচারীরা।তাঁদের নিজেদের বেতন দিয়ে খাদ্যসামগ্রী তুলে দিলেন দুঃস্থ মানুষগুলো হাতে।

জানা গিয়েছে, স্টেট্ ব্যাঙ্কের প্রতিটি কর্মচারীরা তাঁদের মাসিক বেতনের টাকা থেকে গরিব মানুষগুলোর জন্য চাল, ডাল, তেল ও মুড়ি কেনেন।তারা এদিন ৬০ জন দুঃস্থদের হাতে সেই সকল খাদ্যসামগ্রী তুলে দেন।তারা যথাসম্ভব দু’সপ্তাহের খাদ্য তাঁদের হাতে তুলে দেন।পরবর্তী মাসেও তাঁরা এরূপ কাজ করবেন যতদিন লকডাউন চলছে, এমনটাই জানান তাঁরা।তাঁদের এরূপ উদ্যোগে খুশি সাধারণ মানুষ থেকে এই গরিব মানুষগুলোও।