নিজের বাড়িতে বসে চাঁদের এমন নিখুঁত ছবি তুলে সকলের মন কেড়েছে পুনের ১৬ বছরের কিশোর

১৯ মে ২০২১ : বাড়িতে বসেই এক্কেবারে নিখুঁত ছবি তুললো চাঁদের৷ পুণের ১৬ বছরের এক কিশোরের তোলা চাঁদের এমন নিখুঁত ছবি দেখে মুগ্ধ সবাই ৷ ওই কিশোরের নাম প্রথমেশ জাজু ৷ প্রায় ৫৫ হাজার ছবি তোলার পাশাপাশি ১৮৬ জিবি ডেটা ব্যবহার করেছে সে৷ আর এর ফলস্বরূপ মিলেছে এই দুর্দান্ত চাঁদের ছবি ৷

এত নিখুঁত চাঁদের ছবি সাম্প্রতিককালে খুব কমই দেখা গিয়েছে বলে মত নেটিজেনদের ৷ প্রথমেশ জানিয়েছেন, ৫৫ হাজারেরও বেশি ছবি তোলা এবং বিপুল পরিমাণ ইন্টারনেট ব্যবহার করার পরেই এই ছবি পাওয়া গিয়েছে ৷ আর এই কাজ করতে গিয়ে তাঁর ল্যাপটপও প্রায় খারাপ হতে বসেছিল৷ প্রথমেশের কথায়, “আমি প্রথমে চাঁদের বিভিন্ন ছোট অঞ্চলের একাধিক ভিডিও ক্যাপচার করেছি।

প্রতিটি ভিডিওতে প্রায় ২০০০ ফ্রেম থাকে, সেগুলিকে প্রথমে স্টেবিলাইজ করি, তারপরে আমরা প্রতিটি ভিডিও একসঙ্গে একটা ছবিতে মার্জ করি। যা করতে ৩৮টি ভিডিও লেগেছিল। তার মধ্যে থেকে ৩৮টি ছবি পাই। আমরা সেগুলির প্রত্যেকটি ম্যানুয়ালি তীক্ষ্ণ করে তুলি এবং তারপরে সেগুলিকে ফটোশপে বড় মোজাইকের মতো একসঙ্গে সেলাই করি। এই কাজ শেষ হওয়ার পর আরও বেশি কিছু অ্যাডজাস্টমেন্ট এবং টাচ আপের পরেই চাঁদের এই দুর্দান্ত ছবিটা পাই আমরা ৷’’