নিন্দনীয় ঘটনা! পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি টিকিয়াপাড়ায়

নিজস্ব সংবাদদাতা, হাওড়া, ২৮ এপ্রিল, হাওড়ায় এই মুহূর্তে সংক্রমিত হওয়ার জেরে রেড জোনে লকডাউন অমান্য করায় জন্য, বিকালে রাস্তায় পুলিশ নেমে পর্যবেক্ষণ করছিল লকডাউন মানা হচ্ছে কি না।সেই সময় পুলিশের নজরে আসে কিছু সংখ্যক ছেলে বেলিলিয়াস রোডের বাজারে ঘোরাঘুরি করতে থাকে, পুলিশ বোঝাতে গেলে, উত্তেজিত জনতা হাওড়া পুলিশকে বেধরক মারধোর করে। গুরুত্বর আক্রান্ত হয় পুলিশ।ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। পরিস্থিতি সামাল দিতে নামনো হয় বিশেষ পুলিশ ফোর্স।

পুলিশের অভিযোগ, রাজ্যে লকডাউন চললেও টিকিয়াপাড়ায় ঠিকভাবে লকডাউন পালন না করার অভিযোগ আসে। ওই এলাকায় লকডাউনের নিষেধাজ্ঞা উড়িয়ে বহু মানুষ রাস্তায় ঘুরছিলেন।এমনকি বেশ কিছু যুবক লকডাউনকে বুড়ো আঙুল দেখিয়ে বাইকে ইতস্তত ঘুরে বেড়াচ্ছিল। তার জন্যই সেখানে।পুলিশ মোতায়েন করা হয়। বেপরোয়া এলাকাবাসীকে বাড়ি চলে বললে আচমকা পুলিশকর্মীদের উপর আক্রমণ করা হয়। পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়তে ছুড়তে এগোতে শুরু করে।কী কারণে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।