নৃত্য, গান ও আবৃত্তির মাধ্যমে কোভিড রোগীদের মনোবল বাড়িয়ে চলেছেন রায়গঞ্জ কোভিড হাসপাতালের নার্স

উত্তর দিনাজপুর:- নৃত্য, গান ও আবৃত্তির মাধ্যমে কোভিড রোগীদের মনোবল বাড়িয়ে চলেছেন রায়গঞ্জ কোভিড হাসপাতালের ( মিক্কি মেঘা) নার্স বাপি বিশ্বাস।গান, ওড়িশি নৃত্য ও আবৃত্তির মাধ্যমে রোগীদের এক দিকে যেমন মনোবল বাড়িয়ে চলেছেন,অন্যদিকে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে সেবা করে তাদের কাছে হয়ে উঠছেন ঈশ্বরের দূত।তিনি হচ্ছেন রায়গঞ্জের কর্নজোড়ায় মিক্কিমেঘা কোভিড হাসপাতালে কর্মরত নার্স বাপি বিশ্বাস।

নদীয়া জেলার হাঁসখালি গ্রামের বাসিন্দা বাপি ২০২০ সালে থেকে রায়গঞ্জের কোভিড হাসপাতালে নার্স পদে যোগ দেন।গোটা বিশ্ব যখন মারন ভাইরাসে আতঙ্কিত।প্রতিদিন বাড়ছে মৃত্যু মিছিল।সেই ভয়াবহ কালে তিনি প্রাণের ঝুঁকি নিয়ে কোভিডে আক্রান্ত রোগীদের সেবায় রায়গঞ্জ মিক্কিমেঘা কোভিড হাসপাতালে যোগ দেন।