লালগড়ের জঙ্গলে অজানা জন্তুর পায়ের ছাপ আসলে নেকড়ের, জানালো বন দফতর

নেকড়ের

লালগড়ের জঙ্গলে অজানা জন্তুর পায়ের ছাপ আসলে নেকড়ের, জানালো বন দফতর। কয়েকদিন ধরে মেদিনীপুর বন বিভাগের অন্তর্গত লালগড় রেঞ্জের অধীন কুমিরকাতা ,লক্ষণপুর, কন্যা বালি সহ বিভিন্ন এলাকায় অজানা জন্তুর পায়ের ছাপ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের দাবি অজানা জন্তুর পায়ের ছাপ আসলে বাঘের পায়ের ছাপ ।

 

যার ফলে ওই এলাকা জুড়ে একটা বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বন দপ্তরের কর্মী ও আধিকারিকরা। বন দফতরের পক্ষ থেকে অজানা জন্তুর পায়ের ছাপ এর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। সেই পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পর মেদিনীপুর বন বিভাগের ডিএফও সন্দীপ বেড়াওয়াল বলেন লালগড় রেঞ্জের অধীন কুমিরকাতা সহ বিভিন্ন এলাকায় যে অজানা জন্তুর পায়ের ছাপ পাওয়া গিয়েছিল ।সেই পায়ের ছাপ নেকড়ে, বাঘের নয় ।

 

তবে ওই অজানা জন্তুটি কে ধরার জন্য বন দফতরের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ।ওই এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। ওই এলাকার গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে ।জঙ্গলে যাতায়াত করতে নিষেধ করা হয়েছে।

 

আর ও পড়ুন     নেতাজীর পৈতৃক ভিটেতে পালিত হল নেতাজীর জন্মজয়ন্তী

 

তিনি আরো বলেন যে ঘটনা স্থলে বন বিভাগের কর্মীরা নজরদারির কাজ শুরু করেছে। সেই সঙ্গে তিনি ওই এলাকার বাসিন্দাদের আতংকিত না হওয়ার জন্য আবেদন জানিয়েছেন।ওই অজানা জন্তুর পায়ের ছাপ বাঘের পায়ের ছাপ নয় বলে তিনি গ্রামবাসীদের জানিয়েছেন।

 

উল্লেখ্য, লালগড়ের জঙ্গলে অজানা জন্তুর পায়ের ছাপ আসলে নেকড়ের, জানালো বন দফতর। কয়েকদিন ধরে মেদিনীপুর বন বিভাগের অন্তর্গত লালগড় রেঞ্জের অধীন কুমিরকাতা ,লক্ষণপুর, কন্যা বালি সহ বিভিন্ন এলাকায় অজানা জন্তুর পায়ের ছাপ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের দাবি অজানা জন্তুর পায়ের ছাপ আসলে বাঘের পায়ের ছাপ । যার ফলে ওই এলাকা জুড়ে একটা বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বন দপ্তরের কর্মী ও আধিকারিকরা।

 

বন দফতরের পক্ষ থেকে অজানা জন্তুর পায়ের ছাপ এর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। সেই পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পর মেদিনীপুর বন বিভাগের ডিএফও সন্দীপ বেড়াওয়াল বলেন লালগড় রেঞ্জের অধীন কুমিরকাতা সহ বিভিন্ন এলাকায় যে অজানা জন্তুর পায়ের ছাপ পাওয়া গিয়েছিল ।সেই পায়ের ছাপ নেকড়ে, বাঘের নয় । তবে ওই অজানা জন্তুটি কে ধরার জন্য বন দফতরের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ।ওই এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। ওই এলাকার গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে ।জঙ্গলে যাতায়াত করতে নিষেধ করা হয়েছে।