পঞ্চায়েতের উন্নয়নের কাজ নিয়ে ভিডিয়ো কনফারেন্সে বৈঠক করলেন পঞ্চায়েতমন্ত্রী, ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রীও

নিজস্ব সংবাদদাতা, হাওড়া, ১৩ মে, পঞ্চায়েতের উন্নয়নের কাজ নিয়ে আজ জেলা আধিকারিকদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে বৈঠক করেন পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। বিশেষ এই বৈঠকে যোগ দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। জেলাশাসক, পুলিশ সুপারসহ আধিকারিকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, “এখন গ্রাম বাংলার উন্নয়ন মূল লক্ষ‍্য। ধাপে ধাপে শুরু করতে হবে পঞ্চায়েতের কাজ। সেগুলিকে এগিয়ে নিয়ে যেতে হবে। শুরু করতে হবে পূর্ত, কারিগরি ও জনস্বাস্থ্য দপ্তরের কাজ”।

রাজ্যে ১০০ দিনের কাজে জোর দিতে হবে। জব কার্ড থাকলেই তাঁকে দিতে হবে কাজ।আজ জেলা আধিকারিকদের সামনে নিজের প্রতিদিনের কাজের রুটিন তুলে ধরেন মুখ্যমন্ত্রী পাশাপাশি তিনি পরামর্শ দেন, “এখন একটু বেশি কাজ করতে হবে। মাস্ককে জীবনসঙ্গী করে তুলতে হবে। কোরোনা থাকবে। তার মধ্যেও চাই গ্রাম বাংলার জাগরণ। মাস্ক ব্যবহার করে সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করতে হবে সকলকে।” কোরোনার জেরে রাজ্যের অর্থনীতির যে বেহাল দশা, তা চাঙা করতেই মুখ্যমন্ত্রীর এমন ঘোষণা বলে মনে করছে ওয়াকিবহল মহল। এর পাশাপাশি যাঁরা কাজ হারাচ্ছেন বা গ্রাম বাংলার যাঁরা খেতে পাচ্ছেন না তাঁদের কথা ভেবেও এমন সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।