পথচলতি মানুষদের সচেতন করতে রাস্তার উপরেই লেখা হল সর্তকতাবার্তা

নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান, ১০ এপ্রিল, করোনা ভাইরাস সম্পর্কে মানুষজনকে সচেতন করার জন‍্য লাগাতার প্রচার অভিযান চলছে এবার পূর্ব বর্ধমান শহড়ের প্রানকেন্দ্র কার্জনগেট চত্ত্বরে রাস্তার উপরে শুক্রবার লেখা হল সর্তকতাবার্তা।পথচলতি যেসমস্ত মানুষজন রয়েছে তাদেরকে সর্তক থাকার জন‍্য এই সচেতনতার বার্তা বর্ধমান জংশন স্টেশন চত্বরে যেমন রাখা হয়েছে।তেমনি বর্ধমানের প্রানকেন্দ্র কার্জনগেট চত্ত্বরেও সেখানেও রাখা হয়েছে।বাড়িতে থাকুন সুস্থ থাকুন এই বার্তা তুলে ধরা হয়েছে এবং শহড়ের প্রানকেন্দ্র কার্জনগেট চত্ত্বরের পিচ রাস্তার উপরে লেখা হয়েছে এই সর্তকবার্তা।

এছাড়াও মানুষজনকে সর্তক এবং সচেতন করা হচ্ছে জেলাপ্রশাসনের তরফ থেকে পৌরসভার তরফ থেকে বার বার মানুষজনকে সর্তক করছেন লকডাউন মেনে চলুন কেউ যাতে অপ্রয়োজনে বাইরে বাইরে বের না হন এবং ৭জনের বেশি কনো জায়গায় যাতে জমায়েত না করেন সে বিষয় সর্তকতা জারি করা হয়েছে স‍্যোশাল ডিসটেন্স মেনটেন করার কথা বার বার বলা হচ্ছে বিভিন্ন জায়গায় প্রচার অভিযান চলছে।এই রাস্তার উপর লেখার কারন মানুষজন যাতে ঐ রাস্তার উপর থেকে হেটে যাওয়ার সময় এই সর্তকবার্তা চোখে পরে।