পাঁচ বছর পর্যন্ত বয়সী শিশুদের মাস্ক পড়ার প্রয়োজন নেই : কেন্দ্র

১০ জুন ২০২১ : পাঁচ বছর পর্যন্ত বয়সী শিশুদের মাস্ক পড়ার প্রয়োজন নেই, এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনস্ত ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিস।
ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিস-এর তরফে জানানো হয়েছে, ৬ থেকে ১১ বছর বয়সীরা মাস্ক পরতে পারেন। কিন্তু সেক্ষেত্রে বাবা মা এবং চিকিৎসকদের পরামর্শ নিতে হবে। সম্প্রতি শিশুদের করোনা থেকে কীভাবে সুরক্ষিত রাখা সম্ভব, সেই সম্পর্কিত একগুচ্ছ সুপারিশ করেছে ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিস।

এই রিপোর্টে শিশুদের করোনা থেকে সুরক্ষিত রাখার জন্য একগুচ্ছ গাইডলাইন জারি করা হয়েছে। এই গাইডলাইনে শিশুদের করোনা চিকিৎসায় রেমডিসিভিরের ব্যবহারের কথা উল্লেখ করা হয়নি। এই গাইডলাইনে আরও বলা হয়েঠে, অল্প এবং মাঝারি উপসর্গ বিশিষ্ট ১৮ অনুর্ধ্ব রোগীদের ক্ষেত্রে স্টেরয়েড ব্যবহার করা ক্ষতিকারক। একইসঙ্গে আরো বলা হয়েছে, ‘সঠিক সময়ে সঠিক মাত্রায় স্টেরয়েড দেওয়া উচিত। চিকিৎসকের পরামর্শ ছাড়া স্টেরয়েড নেওয়া উচিত নয়।