পাক সেনার গুলিতে নিহত শহীদ সুবাস থাপার কফিনবন্দী দেহ ফিরলো বাড়ি

নিজস্ব সংবাদদাতা,দার্জিলিং,১৪ই অক্টোবর:প্রতীক্ষার অবসান। ঘরের ছেলে ঘরে ফিরল। তবে কফিন বন্দী হয়ে। বিদায়কালে শেষবারের মতোন ছেলের মুখ দেখতে পারলেন না মা। যদিও ছেলের কফিন জড়িয়ে ধরে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি।

এদিন সকাল পৌনে ন’টা নাগাদ বীর শহীদ সুবাস থাপার কফিন বন্দি মরদেহ এসে পৌঁছল তার বাড়িতে। কফিনবন্দী দেহ পৌঁছানোর আগেই এলাকায় ভীড় জমেছিল এলাকায়। কফিনবন্দী দেহ পৌঁছাতেই কান্নার রোল ওঠে। শেষ শ্রদ্ধা জানানো হয় স্থানীয়দের তরফে।

এদিনই পরিবারের তরফে বিধি পালন শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় ব্যাঙডুবি সেনা ছাউনিতে। সেখানে গান স্যালুট দেবতার পাশাপশি পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন করা হবে শহীদ বীর জওয়ান সুবাসের।
১১ অক্টোবর জম্মু ও কাশ্মীরের নৌসেরা সেক্টরে পাকিস্তানি সেনার গুলিতে গুরুতর জখম হয় সুবাস থাপা । উধমপুর সেনা হাসপাতালে ভরতি ছিলেন তিনি । সেখানেই ১১ অক্টোবর রাতে তাঁর মৃত্যু হয় । আট বছর ধরে দেশ সেবার কাজে নিয়োজিত ছিলেন সুবাস ৷