পাবজি গেম নিষিদ্ধ হওয়ার কারণে আত্মহত্যা ছাত্রের

নিজস্ব সংবাদদাতা,নদীয়া:- নদীয়া জেলার চাকদা থানার অন্তর্গত পূর্ব লালপুরে মোবাইল গেমের গেমের নেশায় আসক্ত এক ছাত্র আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ভাবে জানা গেছে।তবে তার এই আত্মহত্যার পেছনে পাবজি গেম কারণ, নাকি আছে অন্য আরও কোনও কারণ- তা জানার চেষ্টা করছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আত্মঘাতী ওই ছাত্রের নাম প্রীতম হালদার। ওই ছাত্র কল্যাণী আইটিআই-তে পড়াশোনা করতেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিজের বাড়িতে মায়ের শাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন ওই ছাত্র। খবর পেয়ে পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। ওই যুবকের মা জানিয়েছেন, ছেলে পাবজি গেমে আসক্ত ছিল। কয়েকদিন আগে পাবজি গেম নিষিদ্ধ হওয়ার পর থেকে তার মন খারাপ ছিল। মনে হয়, সেই কারণেই হয়তো ছেলে আত্মহত্যা করেছে। পুলিশ এই বিষয়টি মাথায় রেখে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।