বছরের  শেষ দিনে পুরুলিয়ার প্রতিটি স্পটে পিকনিক পার্টির ভিড়

পার্টির

বছরের  শেষ দিনে পুরুলিয়ার প্রতিটি স্পটে পিকনিক পার্টির ভিড়। পুরুলিয়ার  সব জায়গায় আজ পর্যটকদের ঢল। পুরুলিয়ার বাঘমুন্ডির টুর্গা জলাধারে পর্যটকদের ভিড় সবচেয়ে বেশি। প্রতিবছরেই বাগমুন্ডি ব্লকের অযোধ্যা পাহাড়ের বিভিন্জন জলাধারে ৩১সে ডিসেম্বর এবং ১লা জানুয়ারিতে রেকর্ড মানুষের ভিড় হয়।

 

আজ ৩১ শে ডিসেম্বর বৎসরের শেষ দিনে অযোধ্যা পাহাড়ের প্রতিটি প্রান্তেই ভিড় চোখে পড়ার মতো।এই ভিড়ে অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত রয়েছে প্রশাসন।  বাঘমুন্ডি বনদপ্তরের পক্ষ থেকে পর্যটকদের করা হচ্ছে সচেতন।  নিষেধাজ্ঞা রয়েছে থার্মোকলের পাতা প্লাস্টিক ডিজে বাজানোর ওপর। সব মিলিয়ে ইংরেজি বছরের শেষ দিনে দূরদূরান্তের পর্যটকদের হৈ হুল্লোড়ে মাতোয়ারা রাঙ্গামাটি পুরুলিয়া।

 

এদিকে বছরের শেষ দিনে অযোধ্যা পাহাড়ের বেশিরভাগ জায়গায় কলকাতা সহ দূর দূরান্ত থেকে আগত পর্যটকরা আনন্দ উপভোগ করলেও অনেকের মুখেই দেখা গেল মাস্ক নেই। ক্যামেরা দেখে চট জলদি মুখে মাস্ক লাগলেন।পর্যটকরা জানালেন করোনার তৃতীয় ঢেউ এসে গেছে তাই মাস্ক লাগানো খুব জরুরি।

 

আর ও পড়ুন    ইছামতির পাড়ে টাকিতে পর্যটকের ঢল

 

উল্লেখ্য, বছরের  শেষ দিনে পুরুলিয়ার প্রতিটি স্পটে পিকনিক পার্টির ভিড়। পুরুলিয়ার  সব জায়গায় আজ পর্যটকদের ঢল। পুরুলিয়ার বাঘমুন্ডির টুর্গা জলাধারে পর্যটকদের ভিড় সবচেয়ে বেশি। প্রতিবছরেই বাগমুন্ডি ব্লকের অযোধ্যা পাহাড়ের বিভিন্ন  জলাধারে ৩১সে ডিসেম্বর এবং ১লা জানুয়ারিতে রেকর্ড মানুষের ভিড় হয়।আজ ৩১ শে ডিসেম্বর বৎসরের শেষ দিনে অযোধ্যা পাহাড়ের প্রতিটি প্রান্তেই ভিড় চোখে পড়ার মতো।এই ভিড়ে অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত রয়েছে প্রশাসন।  বাঘমুন্ডি বনদপ্তরের পক্ষ থেকে পর্যটকদের করা হচ্ছে সচেতন।

 

নিষেধাজ্ঞা রয়েছে থার্মোকলের পাতা প্লাস্টিক ডিজে  বাজানোর ওপর। সব মিলিয়ে ইংরেজি বছরের শেষ দিনে দূরদূরান্তের পর্যটকদের হৈ হুল্লোড়ে মাতোয়ারা রাঙ্গামাটি পুরুলিয়া। এদিকে বছরের শেষ দিনে অযোধ্যা পাহাড়ের বেশিরভাগ জায়গায় কলকাতা সহ দূর দূরান্ত থেকে আগত পর্যটকরা আনন্দ উপভোগ করলেও অনেকের মুখেই দেখা গেল মাস্ক নেই।  ক্যামেরা দেখে চট জলদি মুখে মাস্ক লাগলেন।পর্যটকরা জানালেন করোনার তৃতীয় ঢেউ এসে গেছে তাই মাস্ক লাগানো খুব জরুরি।