পাকিস্তানের মাটিতে এশিয়া কাপে ভারতকে খেলাতে চান পিসিবি প্রধান

পিসিবি

পাকিস্তানের মাটিতে এশিয়া কাপে ভারতকে খেলাতে চান পিসিবি প্রধান।  পাকিস্তান ক্রিকেটের   বোর্ড চেয়ারম্যানের দায়িত্ব নিয়েই রামিশ রাজা  জানিয়েছিলেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডকে স্বনির্ভর করতে চান তিনি।  পিসিবি হেড রামিজ রাজা চাইছেন,  দু’বছর পর পাকিস্তানের মাটিতে এশিয়া কাপে ভারতকে খেলাতে।

 

২০২৩ সালে পাকিস্তানে এশিয়া কাপ হওয়ার কথা। দুই দেশের মধ্যে দ্বিপক্ষিক সম্পর্ক যে জায়গায়, তাতে এশিয়া কাপে অংশ নাও নিতে পারে ভারত। সেটা মাথায় রেখেই বিসিসিআই কর্তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছেন রামিজ। দুবাইয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায় সৌরভ গাঙ্গুলি এবং জয় শাহের সঙ্গে কথা বলেছেন পিসিবি প্রধান। তবে দুই দেশের মধ্যে ক্রিকেটীয় সম্পর্ক ঠিক করা যে সহজ হবে না সেটাও জানেন।

 

রমিজ রাজা বলেন, ‘দুই দেশের মধ্যে ক্রিকেটীয় সম্পর্ক পুনরুদ্ধার করার চেষ্টা করছি। এই নিয়ে আমি সৌরভ এবং জয়ের সঙ্গে কথা বলেছি। আমার মতে খেলার সঙ্গে রাজনীতি মিশিয়ে ফেলা উচিত নয়। তবে সহজে সমঝোতা হবে না। অনেক কাঠখড় পোড়াতে হবে।’পরের বছর অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হবে টি-২০ বিশ্বকাপ। সেই বিষয়টা মাথায় রেখেই ২০২২ সালের এশিয়া কাপ ২০ ওভারের হবে।

 

আর ও পড়ুন    ধনতেরসের আগে কিছুটা হলেও থমকে গেলো সোনার দাম

 

আগামী বিশ্বকাপের জন্য ২০২৩ এশিয়া কাপ ৫০ ওভারের করা হবে। বিশ্বকাপের আগে যাতে দলগুলো যথাযত প্রস্তুতি সারতে পারে, সেই কারনেই এই সিদ্ধান্ত নিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। রমিজ রাজা জানান, ২০২৩ এশিয়া কাপ ভালভাবে আয়োজন করতে চায় পাকিস্তান।

 

উল্লেখ্য, পাকিস্তান ক্রিকেটের   বোর্ড চেয়ারম্যানের দায়িত্ব নিয়েই রামিশ রাজা  জানিয়েছিলেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডকে স্বনির্ভর করতে চান তিনি।  পিসিবি হেড রামিজ রাজা চাইছেন,  দু’বছর পর পাকিস্তানের মাটিতে এশিয়া কাপে ভারতকে খেলাতে।    ২০২৩ সালে পাকিস্তানে এশিয়া কাপ হওয়ার কথা। দুই দেশের মধ্যে দ্বিপক্ষিক সম্পর্ক যে জায়গায়, তাতে এশিয়া কাপে অংশ নাও নিতে পারে ভারত।

 

সেটা মাথায় রেখেই বিসিসিআই কর্তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছেন রামিজ। দুবাইয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায় সৌরভ গাঙ্গুলি এবং জয় শাহের সঙ্গে কথা বলেছেন পিসিবি প্রধান। তবে দুই দেশের মধ্যে ক্রিকেটীয় সম্পর্ক ঠিক করা যে সহজ হবে না সেটাও জানেন।