ভারত-নেপাল সীমান্তে গ্রেফতার তিব্বতের বাসিন্দা, নেওয়া হলো পুলিশি হেফাজতে

ভারত-নেপাল সীমান্তে গ্রেফতার তিব্বতের বাসিন্দা, নেওয়া হলো পুলিশি হেফাজতে । অবৈধ ভাবে নেপাল প্রবেশ করার সময় ভারত-নেপাল সীমান্তের পানিট‍্যাঙ্কির বর্ডারের ৪১নং ব‍্যাটেলিয়ান এস‌এসবির  হাতে ধরা পরল  তিব্বতের বাসিন্দা। ধৃতদের মঙ্গলবার শিলিগুড়ি জেলা আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে ধৃতদের ১৪ দিনের পুলিশি হেপাজতের আবেদন করা হলেও ৭ দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেয় শিলিগুড়ি আদালত।

 

সোমবার ভোর রাতে অবৈধ ভাবে নেপাল প্রবেশ করার সময় ভারত-নেপাল সীমান্তের পানিট‍্যাঙ্কির বর্ডারের ৪১নং ব‍্যাটেলিয়ান এস‌এসবির  হাতে ধরা পরল তিব্বতের বাসিন্দা। সূত্রের খবর, জন্মসূত্রে চীনের তিব্বতের হলেও আমেরিকার বাসিন্দা বলে জানা যায় চোয়োজোর ওয়েসর।

 

ধৃতের কাছে থেকে আমেরিকার পার্সপোট, ভারতীয় প‍্যানকার্ড, নিউ ইয়ার্কের লাইসেন্স, আইফোন, ভারতীয় টাকা, নেপালের টাকা, বিমানের টিকিট পাওয়া গিয়েছে। তার সঙ্গে থাকা এক শিলিগুড়ির বাসিন্দা  প্রেমপা ভুটিয়া কে আটক করা হয়। পরবর্তীতে এসএসবির আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করার পর খড়িবাড়ি থানা পুলিশের হাতে তুলে দেয়।

 

আর ও পড়ুন    মায়াপুরে মধুচক্রের আসরে পুলিশের হানা, গ্রেফতার হলো কারা কারা ?

 

ঘটনার প্রসঙ্গে সরকারি পক্ষের উকিল সুদীপ রায় বাঁশুনিয়া বলেন, ধৃতরা কোন অপরাধমূলক কাজের সাথে জড়িত রয়েছে। তবে পুলিশ ইতিমধ্যে বিষয়টি জানাতে চাইছেন না। বিষয়টি সম্পর্কে জানতে ধৃতদের ৭ দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছে আদালত। সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

 

আসামী পক্ষের উকিল অখিল বিশ্বাস জানান, ধৃত চোয়োজোর ওয়েসর তিব্বতের বাসিন্দা। আর দীর্ঘদিন ভারতে পড়াশোনো করেছে। তবে পড়াশোনা সংক্রান্ত কোন বিষয় দিল্লী থেকে ফিরছিল। সেই সময় পেম্বার গাড়ি করে নেপাল যাওয়ার সময় ওই দু জনকে আটক করা হয়।

 

উল্লেখ্য,  সোমবার ভোর রাতে অবৈধ ভাবে নেপাল প্রবেশ করার সময় ভারত-নেপাল সীমান্তের পানিট‍্যাঙ্কির বর্ডারের ৪১নং ব‍্যাটেলিয়ান এস‌এসবির  হাতে ধরা পরল তিব্বতের বাসিন্দা। সূত্রের খবর, জন্মসূত্রে চীনের তিব্বতের হলেও আমেরিকার বাসিন্দা বলে জানা যায় চোয়োজোর ওয়েসর। ধৃতের কাছে থেকে আমেরিকার পার্সপোট, ভারতীয় প‍্যানকার্ড, নিউ ইয়ার্কের লাইসেন্স, আইফোন, ভারতীয় টাকা, নেপালের টাকা, বিমানের টিকিট পাওয়া গিয়েছে। তার সঙ্গে থাকা এক শিলিগুড়ির বাসিন্দা  প্রেমপা ভুটিয়া কে আটক করা হয়।

 

সরকারি পক্ষের উকিল সুদীপ রায় বাঁশুনিয়া বলেন, ধৃতরা কোন অপরাধমূলক কাজের সাথে জড়িত রয়েছে। তবে পুলিশ ইতিমধ্যে বিষয়টি জানাতে চাইছেন না। বিষয়টি সম্পর্কে জানতে ধৃতদের ৭ দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছে আদালত। সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আসামী পক্ষের উকিল অখিল বিশ্বাস জানান, ধৃত চোয়োজোর ওয়েসর তিব্বতের বাসিন্দা। আর দীর্ঘদিন ভারতে পড়াশোনো করেছে। তবে পড়াশোনা সংক্রান্ত কোন বিষয় দিল্লী থেকে ফিরছিল।