পোস্ত দানার উপর ভারতের ক্ষুদ্রতম জাতীয় পতাকা সৃষ্টি

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুর:- স্বাধীনতা দিবসের দিনে রায়গঞ্জ শহরের আকাশে একদিকে যখন সর্বোচ্চ এবং বিশালাকার জাতীয় পতাকা উড়ছে তখন শহরেরই অন্য প্রান্তে পোস্ত দানার উপর ক্ষুদ্রতম জাতীয় পতাকা এঁকে নজির গড়ল এক যুবক। রায়গঞ্জ শহরের কসবা এলাকার বাসিন্দা বলরাম সরকারের তৈরি ক্ষুদ্রতম এই জাতীয় পতাকা নিয়ে রীতিমতো কৌতুহ্ল সৃষ্টি হয়েছে রায়গঞ্জ শহরজুড়ে।

তাঁর এই সৃষ্টি ইতিমধ্যেই ইন্ডিয়া বুক রেকর্ডসে নাম লিখিয়েছে। মাইক্রো শিল্পী বলরাম চায়নি বিষয়টি প্রচারের আলোয় আসুক। গোপনেই রেখেছিলেন তাঁর দক্ষতাকে। দেশের প্রতি ভালোবাসার টানেই তাঁর এই শিল্প ভাবনা। পোস্ত দানার উপর ভারতের জাতীয় পতাকা আঁকার চিন্তাভাবনা শুরু করেন তিনি। জুলাই মাসের শেষ দিকে ১/১ মিলিমিটার পোস্ত দানার উপর খালিচোখেই ভারতবর্ষের জাতীয় পতাকা আঁকাতে সক্ষম হন তিনি৷ সবার অলক্ষ্যেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে তাঁর আঁকা তিনি পাঠিয়েছিলেন এবং সেখান থেকে ভারতের ক্ষুদ্রতম জাতীয় পতাকা বলে স্বীকৃতিও পেয়েছেন তিনি। দরিদ্র পরিবারের সন্তানের এমন কৃতিত্বে খুশী বলরামের পরিবার।