ত্রিপুরার নির্বাচনে প্রহসন হয়েছে, মানুষ জবাব দেবে, বললেন ববি হাকিম

প্রহসন

ত্রিপুরার নির্বাচনে প্রহসন হয়েছে, মানুষ জবাব দেবে, বললেন ববি হাকিম। ত্রিপুরার নির্বাচনে প্রহসন হয়েছে। কোনও সভা করতে দেওয়া হয়নি। মানুষ এর জবাব দেবে। আর বাংলায় দিন যত এগবে বিজেপির সংখ্যা তত কমবে। বাংলায় তৃণমূল ২১৭, আর বিজেপি ছিল ৭৭ কমতে কমতে তা এখন ৬০।

 

ভারতে বিজেপিকে জিরো করতে হবে। ভারতের কুসন্তান বিজেপি। এমনই বললেন রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ ববি হাকিম। রবিবার দুপুরে বারুইপুর ব্লক তৃণমূল কংগ্রেস মাইনরিটি সেলের উদ্যোগে রামনগর স্কুল মাঠে এক জন সভায় বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন মন্ত্রী।

 

সভায় ছিলেন বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সরদার, ডায়মণ্ডহারবার-যাদবপুর সাংগঠনিক জেলার আই এন টি টি ইউ সি সভাপতি শক্তিপদ মণ্ডল, পুরপ্রশাসক শক্তি রায়চৌধুরী, বারুইপুর ব্লকের মাইনরিটি সেলের সভাপতি নওসার আলি মিদ্দে, বারুইপুর পূর্ব ব্লক তৃণমূল সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী সহ অন্যরা। এদিন মন্ত্রী আরও বলেন, বিজেপির অমিত শাহ বলেছিলেন বিজেপিতে না হলে জেলে ভরে দেবে।

 

 

আর ও পড়ুন    ২০২৩ সালে রেল যোগাযোগের আওতায় আসবে জম্মু ও কাশ্মীর 

 

 

তাই ভয়ে গুটি কয়েক মীরজাফর চলে গিয়েছিল ভয়ে। এখন সেই সব নেতারা ফিরে আসতে চাইছেন। আমরা বলেছি তাঁদের লাইনে পিছনে দাঁড়াতে, সামনে আর হবে না। কংগ্রেসের সমালোচনায় মুখর হন মন্ত্রী। কংগ্রেসের সমালোচনা করে তিনি বলেন, গরম পড়লে লণ্ডনে ঘুরতে গেলে বিজেপিকে হারানো যায় না।

 

কংগ্রেসের নেতারা গরম পড়লে লণ্ডনে যায়। তৃণমূল ছাড়া বিজেপি কে ভারত থেকে কেউ তাড়াতে পারবে না। কংগ্রেস সিপিএমের হাত ধরেছে এর চেয়ে চরম লজ্জা নেই। এই সিপিএমের হাত ধরার আগে মৃত্যুবরণ করতে হয়। সোনিয়া গান্ধীকে বার বার বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কে বিরোধী ঐক্য করার ব্যাপারে। কিন্তু তাতে সাড়া মেলেনি।

 

উল্লেখ্য, ত্রিপুরার নির্বাচনে প্রহসন হয়েছে, মানুষ জবাব দেবে, বললেন ববি হাকিম। ত্রিপুরার নির্বাচনে প্রহসন হয়েছে। কোনও সভা করতে দেওয়া হয়নি। মানুষ এর জবাব দেবে। আর বাংলায় দিন যত এগবে বিজেপির সংখ্যা তত কমবে। বাংলায় তৃণমূল ২১৭, আর বিজেপি ছিল ৭৭ কমতে কমতে তা এখন ৬০।ভারতে বিজেপিকে জিরো করতে হবে। ভারতের কুসন্তান বিজেপি।

 

এমনই বললেন রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ ববি হাকিম। রবিবার দুপুরে বারুইপুর ব্লক তৃণমূল কংগ্রেস মাইনরিটি সেলের উদ্যোগে রামনগর স্কুল মাঠে এক জন সভায় বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন মন্ত্রী। সভায় ছিলেন বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সরদার, ডায়মণ্ডহারবার-যাদবপুর সাংগঠনিক জেলার আই এন টি টি ইউ সি সভাপতি শক্তিপদ মণ্ডল, পুরপ্রশাসক শক্তি রায়চৌধুরী, বারুইপুর ব্লকের মাইনরিটি সেলের সভাপতি নওসার আলি মিদ্দে, বারুইপুর পূর্ব ব্লক তৃণমূল সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী সহ অন্যরা। এদিন মন্ত্রী আরও বলেন, বিজেপির অমিত শাহ বলেছিলেন বিজেপিতে না হলে জেলে ভরে দেবে।