প্রাক্তন ছাত্রদের উদ্যোগে নদিয়ার ‘কৃষ্ণনগর হাইস্কুল প্রাক্তনী সংগঠন’-এ তৈরি হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার

নিজস্ব সংবাদদাতা, নদীয়া, ৯ মে, করোনা ভাইরাসের থাবায় স্তব্ধ হয়ে গেছে গোটা বিশ্ব। নাগরিক সমাজকে রক্ষা করতে বিভিন্ন দেশে চলছে লকডাউন।লকডাউনের শুরু থেকে আজ অবধি বাজারে হ্যান্ড স্যানিটাইজার অমিল। করোনা যুদ্ধে যারা সামনে থেকে লড়াই করছেন- স্বাস্থ্যকর্মী, পুলিশ প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তাদের রক্ষা করার জন্য এগিয়ে এল নদীয়া জেলার কৃষ্ণনগরের শিক্ষা প্রতিষ্ঠানের “কৃষ্ণনগর হাইস্কুল প্রাক্তনী সংগঠন”।

প্রাক্তনী ও বর্তমান ছাত্রদের প্রচেষ্টায় বিদ্যালয়ের রসায়নাগারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম কানুন মেনেই এখানে তৈরি হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার।লক ডাউনের প্রথম থেকেই তারা খাদ্যসামগ্রী বিলি করেছেন সাধারণ মানুষের মধ্যে।
গতকালও ৩০টি বোতল হ্যান্ড স্যানিটাইজার তারা পৌঁছে দিলেন নদীয়া জেলার জেলা পরিষদের সচিব শ্রী সৌমেন দত্ত মহাশয়-এর হাতে।

এ প্রসঙ্গে উদ্যোক্তাদের মধ্যে অন্যতম প্রাক্তনী অমরনাথ দত্ত বলেন, “আমরা যে স্যানিটাইজার আমরা তৈরি করছি সেগুলি আমরা স্বাস্থ্যকর্মী’, পুলিশ প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে তুলে দিচ্ছি৷ ছাত্র-ছাত্রীদের সহযোগিতায় এগিয়ে এসেছে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। বিদ্যালয়ের প্রাক্তনীদের এই ভূমিকায় খুশি কৃষ্ণনাগরিকবৃন্দ।