ফের মুখ্যমন্ত্রীর কাছে ইলেকট্রিক বিল মুকুব করার দাবিতে অবস্থান বিক্ষোভ নদীয়াতে

নিজস্ব সংবাদদাতা, নদীয়া, ২ মে, গোটা বিশ্বে মারণরোগ করোনা তার থাবা বসিয়েছে। করোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লকডাউন।যার জেরে বাজারের সকল দোকান বন্ধ, বেশিরভাগ MSME বন্ধ। অনেক লোকের চাকরি এবং রোজগার নেই। তার মধ্যে পশ্চিমবঙ্গে বিদ্যুতের মাশুল অনেক বেশি। এই অবস্থার সুযোগ নিয়ে WBSEDCL এবং CESC কোনরকম রিডিং না নিয়ে মানুষদের ভুলভাল বিল পাঠাচ্ছে এবং হয়রানি করছেন, এমনটাই দাবি করেছেন অনেকে।

এবার তাদের কথা ভেবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে আগামী তিন মাসের ইলেকট্রিক বিল মুকুব করার জন্য অনুরোধ করে ভারতীয় জনতা যুব মোর্চার দোল। এদিন ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় বহু মানুষ অবস্থান বিক্ষোভ করেন।