বকুলতলা থানার পুলিশের ততপরতায় উদ্ধার জাল নোট, গ্রেপ্তার বাবা ও ছেলে

বকুলতলা

বকুলতলা থানার পুলিশের ততপরতায় উদ্ধার জাল নোট, গ্রেপ্তার বাবা ও ছেলে।  গোপন সূত্রে খবর পেয়ে বকুলতলা থানার পুলিশ বৃহস্পতিবার রাতে মনিরতট ইটভাটার কাছে তল্লাশি চালিয়ে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের নাম সুবীর দে ও সুমিত দে।

 

এরা সম্পর্কে বাবা ও ছেলে। বাড়ি হাওড়ার ডোমজুড়ে। এদের কাছ থেকে ৫০০ টাকার ৪০টি জাল নোট উদ্ধার হয়েছে। এছাড়া একটি বাইক ও তিনটি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের শুক্রবার বারুইপুর আদালতে তোলা হলে বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।

 

এরা মনিরতট এলাকায় ইটভাটায় টাকা লেনদেন করার জন্য ওই জাল নোট নিয়ে এসেছিল। কতদিন ধরে তারা এই কারবার চালাচ্ছে তা পুলিশ তদন্ত করে খতিয়ে দেখছে। পাশাপাশি, এদের সঙ্গে আর কারা জড়িত তাও দেখছে পুলিশ।

 

আর ও পড়ুন    পথ কুকুরদের খাবারের সাথে কীটনাশক খাইয়ে মেরে ফেলার অভিযোগ

 

উল্লেখ্য, বকুলতলা থানার পুলিশের ততপরতায় উদ্ধার জাল নোট, গ্রেপ্তার বাবা ও ছেলে।  গোপন সূত্রে খবর পেয়ে বকুলতলা থানার পুলিশ বৃহস্পতিবার রাতে মনিরতট ইটভাটার কাছে তল্লাশি চালিয়ে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের নাম সুবীর দে ও সুমিত দে। এরা সম্পর্কে বাবা ও ছেলে। বাড়ি হাওড়ার ডোমজুড়ে। এদের কাছ থেকে ৫০০ টাকার ৪০টি জাল নোট উদ্ধার হয়েছে।

 

এছাড়া একটি বাইক ও তিনটি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের শুক্রবার বারুইপুর আদালতে তোলা হলে বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। এরা মনিরতট এলাকায় ইটভাটায় টাকা লেনদেন করার জন্য ওই জাল নোট নিয়ে এসেছিল। কতদিন ধরে তারা এই কারবার চালাচ্ছে তা পুলিশ তদন্ত করে খতিয়ে দেখছে। পাশাপাশি, এদের সঙ্গে আর কারা জড়িত তাও দেখছে পুলিশ।

 

বকুলতলা থানার পুলিশের ততপরতায় উদ্ধার জাল নোট, গ্রেপ্তার বাবা ও ছেলে।  গোপন সূত্রে খবর পেয়ে বকুলতলা থানার পুলিশ বৃহস্পতিবার রাতে মনিরতট ইটভাটার কাছে তল্লাশি চালিয়ে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের নাম সুবীর দে ও সুমিত দে।এরা সম্পর্কে বাবা ও ছেলে। বাড়ি হাওড়ার ডোমজুড়ে। এদের কাছ থেকে ৫০০ টাকার ৪০টি জাল নোট উদ্ধার হয়েছে। এছাড়া একটি বাইক ও তিনটি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের শুক্রবার বারুইপুর আদালতে তোলা হলে বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।এরা মনিরতট এলাকায় ইটভাটায় টাকা লেনদেন করার জন্য ওই জাল নোট নিয়ে এসেছিল। কতদিন ধরে তারা এই কারবার চালাচ্ছে তা পুলিশ তদন্ত করে খতিয়ে দেখছে। পাশাপাশি, এদের সঙ্গে আর কারা জড়িত তাও দেখছে পুলিশ।