বর্ধিতহারে টিউশন ফি ও অ্যাডমিশন ফি নেওয়ার প্রতিবাদে স্কুলের প্রিন্সিপালের কুশপুত্তলিকা দাহ

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪পরগণা :- কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করে বর্ধিত হারে টিউশন ফি ও অ্যাডমিশন ফি নেওয়ার প্রতিবাদে স্কুলের প্রিন্সিপালের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ আন্দোলন করে অভিবাবকরা। ঘটনাটি ঘটেছে দোলতলা সুধীর মেমোরিয়াল স্কুল চত্বরে। ঘটনাস্থলে এসে পৌঁছয় মধ্যমগ্রাম থানার পুলিশ। গত মে মাসে মধ্যমগ্রামের দোলতলা সুধীর মেমোরিয়াল নামক বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলের অভিবাবকরা করোনা কালে ফি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও রাস্তা অবরোধ করেন। এই সময় প্রশাসনের হস্তক্ষেপে অভিভাবকদের সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠক হয়, সেখানে কেবলমাত্র টিউশন ফি ছাড়া অন্য কোনো ফি নেবেন না বলে আশ্বস্ত করেন স্কুল কর্তৃপক্ষ। কিন্তু মাস না কাটতেই বর্ধিত হারে এডমিশন ফি ও টিউশন ফি নিতে শুরু করে সুধীর মেমোরিয়াল স্কুলের কর্তৃপক্ষ। তার প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকাল থেকে দফায় দফায় বিক্ষোভে সামিল হোন অভিবাবকরা। পুলিশ প্রশাসনের মধ্যস্থতায় স্কুলের প্রিন্সিপাল পলাশ সাহার সঙ্গে আলোচনায় বসারও আবেদন জানান অভিবাবকরা। কিন্তু স্কুলের প্রিন্সিপাল পলাশ সাহা আলোচনাতেই যেতে রাজি নন বলে দাবি অভিভাবকদের। তাই বাধ্য হয়ে অভিভাবকরা ফের তীব্র আন্দোলনে নামেন এবং স্কুলের গেটে বিক্ষোভ ও ভাঙচুর চালায় বলে অভিযোগ। যদিও এই আন্দোলন নিয়ে সংবাদমাধ্যমের কাছে মুখ খুলতে নারাজ সুধির মেমোরিয়াল স্কুলের প্রিন্সিপাল পলাশ সাহা । তার দাবি ম্যানেজমেন্টের সিদ্ধান্ত অনুযায়ী আমাকে চলতে হচ্ছে।