‘বল হরি হরি বল, মোদিকে হাল্লা বোল, আস্ত বাইককে মৃতদেহ সাজিয়ে কাঁধে করে নিয়ে মহিলারা

দুর্গাপুর:- ‘বল হরি হরি বল, মোদিকে হাল্লা বোল, আস্ত বাইককে মৃতদেহ সাজিয়ে কাঁধে করে নিয়ে মহিলারা রবিবার বল হরি হরি বল বলতে বলতে দুর্গাপুরের 9 নম্বর ওয়ার্ডের রাস্তায় বের হল পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে।দেওয়া হল শ্রাদ্ধ। প্রতিনিয়ত বেড়েই চলেছে ক্রমশ পেট্রোল ডিজেল এবং জ্বালানি গ্যাসের দাম।

সর্বস্বান্ত হয়ে পড়ছে মধ্যবিত্ত পরিবারের লোক জনেরা কেন্দ্রীয় সরকারের গৃহীত নীতির প্রতিবাদে। অবিলম্বে পেট্রোল ডিজেল এবং জ্বালানি গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সারা রাজ্য জুড়ে চলছে বিক্ষোভ কর্মসূচি জায়গায় জায়গায় চলছে অবস্থান-বিক্ষোভ পেট্রলপাম্পের সামনে। রবিবার দুর্গাপুরের 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা পল্লব রঞ্জন নাথ সহ এলাকার মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের উপস্থিতিতে এদিনের প্রতিবাদ মিছিল হয়। বাইককে মৃতদেহ সাজিয়ে কাঁধে করে নিয়ে যেতে দেখা যায় মহিলাদের। পরে প্রান্তিকা এলাকায় শ্রাদ্ধ করা হয়। তৃণমূলের কর্মী মস্তক-মুণ্ডন এবং দাড়ি কেটে শ্রাদ্ধ দেন। অন্যদিকে ওই এলাকার কাউন্সিলর রিনা চৌধুরীর নেতৃত্বে মঞ্চ করে হয় প্রতিবাদ অবস্থান বিক্ষোভ। এলাকার বহু তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের উপস্থিত ছিল। অবিলম্বে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি কমানোর দাবি জানানো হয়।