নিম্নচাপের জেরে শিলা বৃষ্টির আশঙ্কায় বসিরহাটের বিস্তীর্ণ অঞ্চলের কৃষকরা

বসিরহাটের

নিম্নচাপের জেরে শিলা বৃষ্টির আশঙ্কায় বসিরহাটের বিস্তীর্ণ অঞ্চলের কৃষকর্।  প্রকৃতির খামখেয়ালির কারণে  কৃষকদের বাস্তুতন্ত্র উপর আঘাত পড়ছে বারবার। তাই সকাল সকাল জমির ফসল রক্ষা করতে ফসল কেটে ঘরে তুলছেন কৃষকরা সেই ছবি দেখা গেল উত্তর ২৪ পরগনা জেলার  বসিহাট মহাকুমার সীমান্ত থেকে সুন্দরবন সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ, বাদুড়িয়া, স্বরূপনগর সহ দশটি ব্লকের বিস্তীর্ণ এলাকায়।

 

কৃষি জমির উপর নির্ভরশীল তাই একদিকে শীতকালে অকাল বর্ষণের ফলে, জমিতে এসে কৃষকরা নতুন আলু, গাজর, বিনস, কাঁচালঙ্কা, বরবটি, বেগুন পেফে কেটে ঘরে তুলে ব্যস্ত কৃষক পরিবার ।একটাই কারণ যদি শিলা বৃষ্টি হয় তাহলে জমির ফসলের গোড়ায় জল জমে গিয়ে সূর্যের আলো উঠলে সেগুলো পচনন ধরতে শুরু করবে যথেষ্ট চিন্তার ভাঁজ ফেলেছে।

 

করোনা আবহাওয়ার মধ্যে কৃষকরা বলছেন প্রকৃতির খামখেয়ালী কৃষকদের বাস্তু তন্ত্রের উপর আঘাত হানছে। যার ফলে ঠিকমতো সবজি ফসল ফলানো অসম্ভব হয়ে পড়ছে। বারবার নিম্নচাপ বৃষ্টি ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক পরিবার। তার উপর ফসলের দাম পাচ্ছে না। তার জন্য মূল্য চোকাতে হচ্ছে সাধারণ মানুষকে‌। আর মাঝখান থেকে ফড়ে দালালদের উৎপাত বেড়েছে।

 

আর ও পড়ুন      আসানসোল স্টেশনের ইয়ার্ডে বসছে স্বয়ংক্রিয় পরিস্কারের মেশিন 

 

উল্লেখ্য, নিম্নচাপের জের শিলা বৃষ্টির আশঙ্কায় বসিরহাটের বিস্তীর্ণ অঞ্চলের কৃষকর্।  প্রকৃতির খামখেয়ালির কারণে  কৃষকদের বাস্তুতন্ত্র উপর আঘাত পড়ছে বারবার। তাই সকাল সকাল জমির ফসল রক্ষা করতে ফসল কেটে ঘরে তুলছেন কৃষকরা সেই ছবি দেখা গেল উত্তর ২৪ পরগনা জেলার  বসিহাট মহাকুমার সীমান্ত থেকে সুন্দরবন সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ, বাদুড়িয়া, স্বরূপনগর সহ দশটি ব্লকের বিস্তীর্ণ এলাকায়। কৃষি জমির উপর নির্ভরশীল তাই একদিকে শীতকালে অকাল বর্ষণের ফলে, জমিতে এসে কৃষকরা নতুন আলু, গাজর, বিনস, কাঁচালঙ্কা, বরবটি, বেগুন পেফে কেটে ঘরে তুলে ব্যস্ত কৃষক পরিবার ।

 

একটাই কারণ যদি শিলা বৃষ্টি হয় তাহলে জমির ফসলের গোড়ায় জল জমে গিয়ে সূর্যের আলো উঠলে সেগুলো পচনন ধরতে শুরু করবে যথেষ্ট চিন্তার ভাঁজ ফেলেছে। করোনা আবহাওয়ার মধ্যে কৃষকরা বলছেন প্রকৃতির খামখেয়ালী কৃষকদের বাস্তু তন্ত্রের উপর আঘাত হানছে। যার ফলে ঠিকমতো সবজি ফসল ফলানো অসম্ভব হয়ে পড়ছে। বারবার নিম্নচাপ বৃষ্টি ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক পরিবার। তার উপর ফসলের দাম পাচ্ছে না। তার জন্য মূল্য চোকাতে হচ্ছে সাধারণ মানুষকে‌। আর মাঝখান থেকে ফড়ে দালালদের উৎপাত বেড়েছে।