বাংলাদেশে ডেঙ্গিতে আক্রান্ত প্রায় ৫১ হাজার ৪৭৬ জন, মৃত অন্তত ৪০

বাংলাদেশ : বাংলাদেশে ডেঙ্গি পরিস্থিতি কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। বেড়েই চলেছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা, বাড়ছে মৃত্যুর ঘটনাও। ১৭ অগস্ট পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গি নিয়ে ভর্তি হয়েছেন ৫১ হাজার ৪৭৬ জন। ডেঙ্গিতে এখনও পর্যন্ত সরকারি ভাবে ৪০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। যদিও বেসরকারি হিসাবে এই সংখ্যাটা প্রায় ১৩৫।