বাড়লো তাপমাত্রা শীতের এবার যাওয়ার পালা

নিজস্ব সংবাদদাতা ১ মার্চ ২০২১ কোলকাতা: কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকটাই বেড়ে গেছে প্রায় স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি।গতকালকে ৩৬.৬ডিগ্রি ছিল কলকাতা তাপমাত্রা।

আগামী ৭২ঘণ্টায় তাপমাত্রা এরকমই থাকবে।উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী ৪৮ ঘণ্টায় দার্জিলিং ও কালিম্পং এ হালকা বৃষ্টি হতে পারে।বাকি জেলা কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এর বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা। দক্ষিণবঙ্গে আগামী ২৪ঘন্টা থেকে ৭২ ঘণ্টায় বৃষ্টির কোন সম্ভাবনা নেই. কিন্তু আগামী ২৪ঘন্টার পর থেকে দুই মেদিনীপুরে মেঘলা ও হালকা বৃষ্টি হতে পারে. রাতের তাপমাত্রা ২৪ডিগ্রি তে পৌঁছে গেছে প্রায় ৪ডিগ্রী বেশি স্বাভাবিক এর থেকে.ভোরের দিকে দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে হালকা কুয়াশা হতে পারে. বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার আকাশ।

আরও পড়ুন…এখনো পর্যন্ত গড়ে ওঠেনি ফায়ার ব্রিগেড, আগুন লাগলে চরম অশান্তির মুখে পড়তে হচ্ছে জঙ্গিপুর বাসীদের